সোমবার, ৫ জুলাই, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

সংক্ষিপ্ত

মানবিকতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন শেখ হাসিনা : মির্জা আজম

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন। দেশের এই করোনা সংকটকালে একদিকে যেমন মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করছেন, অন্যদিকে করোনা সংক্রমণ রোধে লকডাউনে কর্মহীন অসহায় মানুষদের অর্থ ও খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন। দেশের ভূমিহীন মানুষদের দুর্যোগ সহনীয় পাকা ঘর তৈরি করে মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন শেখ হাসিনা। দলের সভানেত্রী হিসেবেও তিনি মানবিকতায় অনন্য। তাই বঙ্গবন্ধুর আদর্শ আর শেখ হাসিনার মানবিকতায় উজ্জীবিত হয়ে সারা দেশে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মানুষের পাশে দাঁড়াচ্ছেন। গতকাল জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় তিনি এসব কথা বলেন।         -জামালপুর প্রতিনিধি

কুমিল্লায় মাস্ক বুথ চালু

বাটনে চাপলে বেরিয়ে আসছে নতুন নতুন মাস্ক। আসছে হ্যান্ড স্যানিটাইজারও। এ ছাড়া পুরনো ব্যবহৃত মাস্কটি ফেলার জন্য রয়েছে বক্স। প্রথমে হাতে সেনিটাইজার করে বাটন চেপে নতুন মাস্ক নিতে পারবেন যে কেউ। করোনা সচেতনতায় এমন ব্যতিক্রমী বুথ স্থাপন করেছে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের টিম ‘হ্যালো ছাত্রলীগ’। জেলার দেবিদ্বার উপজেলার গুরুত্বপূর্ণ মোড়ে ৮টি বুথ স্থাপন করা হয়। বিশেষ করে জরুরি সেবা নিতে আসা মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, কাঁচাবাজার, নিউমার্কেট চত্বর, ব্যাংক, থানা, পল্লী বিদ্যুৎ অফিস ও উপজেলা পরিষদে বুথ বসানো হয়েছে। এই সেবাটি সম্পূর্ণ বিনামূল্যে ভোগ করতে পারবে সাধারণ মানুষ। এ এলাকার অনেকেই মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার ব্যবহারে সচেতন না। আবার পুরনো জীবাণুযুক্ত মাস্ক যত্রতত্র ফেলে দিচ্ছেন। এ ছাড়া আমরা অনেকে হাতে মাস্ক পরিয়ে দেই। অনেক সময় আমাদের হাতে জীবাণু থাকার আশঙ্কা থেকে যায়। সবগুলো বিষয় মাথায় রেখে মানুষের সেবায় এই বুথ চালু হয়েছে।’                 -কুমিল্লা প্রতিনিধি

 

ফাঁসাতে গিয়ে নিজেই অস্ত্রসহ র‌্যাবের হাতে গ্রেফতার

মাদারীপুরে প্রতিবেশীর ঘরে অস্ত্র রেখে ফাঁসাতে গিয়ে নিজেই অস্ত্রসহ র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছেন। র‌্যাব-৮ এর একটি দল গত শনিবার সকালে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার নমশুদ্রকান্দি এলাকায় অভিযান চালিয়ে সুবহান মাতবরের বসতবাড়ির রান্নাঘরে তল্লাশি করে একটি দেশীয় তৈরি পাইপগান, একটি কার্তুজ ও ১২টি ককলেটসহ আইয়ুব আলী মাতবরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি আইয়ুব আলী মাতবর একই এলাকার মৃত তাহের আলী মাতবরের ছেলে। শনিবার রাতে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, র‌্যাব-৮ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলামের নেতৃত্বে শনিবার সকাল সাড়ে ৫টার সময় অভিযান চালিয়ে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার নমশুদ্রকান্দি এলাকার সুবহান মাতবরের বসতবাড়ির দক্ষিণ প্রান্তে পরিত্যক্ত রান্নাঘরের মাচান থেকে দেশে তৈরি একটি পাইপগান, একটি কার্তুজ এবং ১২টি ককটেলসহ তাকে গ্রেফতার করেন।  গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে ও তার সহোদর পলাতক আসামি কাইয়ুম ওরফে শের-এ আলী পূর্বশত্রুতার আক্রোশে তাদের প্রতিবেশী সুবহান মাতবরের ছেলে এরশাদ মাতবরের পরিবাকে মিথ্যা মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে তাদের বসতবাড়ির দক্ষিণ প্রান্তের পরিত্যক্ত রান্নাঘরের মাচানে উদ্ধারকৃত মালামালগুলো রেখে আসে। -মাদারীপুর প্রতিনিধি

 

দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার গভীর রাতে উপজেলার আউলিয়া বাজার এলাকার খাটিঙ্গার বাগান থেকে তাদের গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃতরা হলো উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিঙ্গা গ্রামের মো. বাবুল মিয়া ও ফজল খান। পুলিশ সূত্রে জানা যায়, খাটিঙ্গা কাঁঠাল বাগান এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ৮/১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল। খবর পেয়ে আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালায়। এ সময় দুজনকে দেশি অস্ত্রসহ গ্রেফতার করতে সক্ষম হলেও অন্য ডাকাতরা পালিয়ে যায়। এ সময় পুলিশ ২টি রামদা, ২টি কিরিচ, ২টি টর্চ লাইট ও ১টি গ্রিল কাটার যন্ত্র উদ্ধার করে। আউলিয়া বাজার তদন্ত ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) মো. মনিরুল ইসলাম জানান, পুলিশ বাদী হয়ে বিজয়নগর থানায় গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। গতকাল আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।                -ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

৩০০ ডেকোরেটার্স মালিক-শ্রমিক পেলেন প্রধানমন্ত্রীর উপহার

চট্টগ্রাম নগরের ডেকোরেটার্স মালিক-শ্রমিকদের মধ্যে দরিদ্র ৩০০ পরিবারকে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী। গতকাল রবিবার সকালে এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম হলে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন। উপহারের প্রতি প্যাকেট ছিল- ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ লিটার সয়াবিন তেল ও ১টি সাবান। ত্রাণ বিতরণ কাজে সহযোগিতা করে স্বেচ্ছাসেবক টিম সার্ক বাংলাদেশ ফাউন্ডেশন। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাজমুল আহসান, বিভাগীয় কমিশনার কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত প্রমুখ। বিভাগীয় কমিশনার কামরুল হাসান বলেন, করোনা প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন চলাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া কোনো অসহায় মানুষ খাদ্য সংকটে থাকবে না। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে আমরা কাজ করে যাচ্ছি। সরকারের নির্দেশনায় সমাজের দুস্থ, হতদরিদ্র ও অসচ্ছল মানুষের ঘরে সরকার প্রদত্ত উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।           -নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর