রবিবার, ১১ জুলাই, ২০২১ ০০:০০ টা

হাট মাতাবে ‘বীর বাহাদুর’

ফরিদপুর প্রতিনিধি

হাট মাতাবে ‘বীর বাহাদুর’

‘বীর বাহাদুর’। নামেই যেন বীরত্বের ভাব। দেখলে যে কারও পছন্দ হবে। এবার কোরবানির ঈদে ফরিদপুরের সেরা গরুর তালিকায় প্রথমে রয়েছে ‘বীর বাহাদুর’। নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাবু সরদারের খামারে বড় হয়েছে পাকিস্তানি বিশেষ জাতের এ গরু। গরুটির ওজন প্রায় ১ হাজার ২০০ কেজি। মালিক দাম হাঁকছেন ২১ লাখ টাকা। বীর বাহাদুরকে দেখতে ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ী ও ক্রেতা আসছেন। দরদাম বলছেন। কাক্সিক্ষত দাম না পাওয়ায় গরুটি বিক্রি করেননি মালিক। বীর বাহাদুরকে দু-এক দিনের মধ্যে ঢাকায় নিয়ে যাওয়া হবে বলে জানান খামারি বাবু সরদার। সেখানে তিনি গরুটি ভালো দামে বিক্রি করতে পারবেন প্রত্যাশা করছেন। খামারি বাবু জানান, কোরবানির ঈদ উপলক্ষে তিনি প্রতি বছর গরু লালনপালন করেন। অনেকটা শখের বশেই গরুর খামার করেছেন। তার খামারে এবার বেশ কিছু বড় আকারের গরু রয়েছে। এর মধ্যে বীর বাহাদুর অন্যতম। তিন বছর ধরে তিনি এ গরুটি বিশেষ যতেœ লালন করছেন। প্রতিদিন বীর বাহাদুরের পেছনে খরচ হাজার টাকার বেশি। বাবু সরদার জানান, তিনি তার খামারে পালন করা গরুকে কোনো প্রকার ওষুধ খাইয়ে মোটাতাজা করেন না। ফলে প্রতি বছর তার খামারের গরুর বিশেষ চাহিদা থাকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর