রবিবার, ১১ জুলাই, ২০২১ ০০:০০ টা

মুচলেকা দিয়ে সেই বাবাকে ঘরে তুললেন ছেলেরা

লক্ষ্মীপুর প্রতিনিধি

মুচলেকা দিয়ে সেই বাবাকে ঘরে তুললেন ছেলেরা

অবশেষে লক্ষ্মীপুরের সেই অসুস্থ বাবাকে ঘরে তুললেন ছেলেরা। স্থানীয় প্রশাসনের কাছে মুচলেকা দিয়ে বাবার প্রতি অমানবিক আচরণ করা হয়েছে স্বীকার করে ৯৫ বছর বয়সী শফিকুল ইসলামকে ঘরে তুলে নিলেন তারা। গতকাল দুপুরে বোনের বাড়ি (বৃদ্ধার মেয়ে) থেকে নিজেদের ‘স্বপ্নমহল’-এ নিয়ে আসা হয় তাকে। একই সঙ্গে বাবার সেবায় সমান অংশীদারের ভিত্তিতে ভূমিকা রাখার অঙ্গীকার করেন তিন বিত্তবান ছেলে। জানা যায়, লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বৃদ্ধ শফিকুল ইসলামকে তার তিন ছেলের দ্বন্দ্বে শুক্রবার ঘর থেকে বের করে খোলা আকাশের নিচে রাখা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও গণমাধ্যমে খবর এলে তোলপাড় সৃষ্টি হয়। নিন্দার ঝড় ওঠে সর্বত্র। জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দের নির্দেশনায় ঘটনাস্থলে যান এনডিসি রাসেল ইকবাল। তখন বড় মেয়ে সুরাইয়া এসে বাবার দায়িত্ব নেন। প্রশাসনের গাড়িতে তাকে মেয়ের বাড়ি পৌঁছে দেওয়া হয়। বৃদ্ধ বাবার ছবি ফেসবুকে ভাইরাল হলে তিন বিত্তবান ছেলেকে নিয়ে নানা মন্তব্য করেন অসংখ্য মানুষ।

 জেলা প্রশাসক ঘটনাস্থলে পাঠান উপজেলা ভূমি কর্মকর্তাকে। তিনি স্থানীয় কাউন্সিলরসহ বৃদ্ধের তিন ছেলেকে নিয়ে বৈঠক করেন। এ সময় ছেলেরা তাদের বাবার সঙ্গে অমানবিক আচরণ হয়েছে স্বীকার করে নিজেদের ভুলের জন্য ক্ষমা চান। তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। জেলা প্রশাসক আনোয়ার হোছাইন বলেন, বৃদ্ধ বাবা শফিকুলের ব্যাপারে প্রশাসনিক নজরদারি আছে। ঘটনার পর তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্তানদের থেকে মুচলেকা নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘বাবা-মার ভরণপোষণ আইন রয়েছে। আমরা চাই প্রত্যেক সন্তান বাবা-মাকে সযতেœ রাখুক। যেখানেই অবহেলা সেখানেই প্রশাসন ব্যবস্থা নেবে।’

সর্বশেষ খবর