রবিবার, ১১ জুলাই, ২০২১ ০০:০০ টা

র‌্যাব পরিচয়ে প্রতারণা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগে র‌্যাবের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে দুই প্রতারককে আটক করেছে র‌্যাব-১১। এ সময় আরও তিন প্রতারক পালিয়ে যায়। আটকরা হলো- বেগমগঞ্জের রসুলপুর ইউনিয়নের রফিকপুর গ্রামের মাঈন উদ্দিন ও আবদুল মান্নান। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়েরের পর গতকাল তাদের বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। র‌্যাব জানায়, আটকরা নিজেদের র‌্যাব ও র‌্যাবের সোর্স পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। তারা র‌্যাবের একটি প্যাড তৈরি করে তাতে স্থানীয়দের নামের তালিকা তৈরি করে। তালিকায় উল্লিখিত ব্যক্তিদের র‌্যাব গ্রেফতার করবে এমন হুমকি দিয়ে তালিকা থেকে নাম কাটার জন্য ২০ থেকে ৩০ হাজার করে টাকা দাবি করে। খবর পেয়ে শুক্রবার রাতে দক্ষিণ রফিকপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

র‌্যাব-১১ সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা অভিযোগের সত্যতা স্বীকার করেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর