শুক্রবার, ১৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

বরের আগে কনের বাড়িতে ইউএনও, বন্ধ করলেন বাল্যবিয়ে

পিরোজপুর প্রতিনিধি

বিয়ের লগ্নের আগে পৌঁছাবে বরসহ বরযাত্রী। কিন্তু বর পৌঁছানোর আগেই কনের বাড়িতে হাজির হয়ে বিয়ে বন্ধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। ফোন করে বরযাত্রীদের আসতে নিষেধ করে দিলেন তিনি। কারণ বিয়ের পাত্রী ১৩ বছর বয়সী সপ্তম শ্রেণির শিক্ষার্থী। ঘটনাটি পিরোজপুরের কাউখালী উপজেলার। বুধবার রাতে এভাবেই ইউএনও মোসাম্মৎ খালেদা খাতুনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পায় ওই কিশোরী। জানা যায়,  সপ্তম শ্রেণির শিক্ষার্থীর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে ঠিক হয় কাউখালী উপজেলার বাশুরী গ্রামের রতন হালদারের। গতকাল ভোর ৪টায় ছিল বিয়ের লগ্ন। বুধবার সন্ধ্যার পর থেকেই কনের বাড়িতে চলছিল বিয়ের আয়োজন। রাতে বরযাত্রী পৌঁছানোর কথা ছিল কনের বাড়িতে। সপ্তম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীর বাল্যবিয়ের খবর পান ইউএনও খালেদা খাতুন। তিনি রাত ১১টার দিকে ট্রলারে করে পৌঁছান ওই শিক্ষার্থীর বাড়িতে। ইউএনও এসেছে শুনে পালিয়ে যান কিশোরীর বাবা।

সর্বশেষ খবর