শনিবার, ১৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

পিসিআর ল্যাব পাচ্ছে বান্দরবান

বান্দরবান প্রতিনিধি

পিসিআর ল্যাব পাচ্ছে বান্দরবান

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় স্থানীয়ভাবে দ্রুত নমুনা পরীক্ষার জন্য নতুন আরটিপিসিআর মেশিন সরবরাহ পাচ্ছে বান্দরবান সদর হাসপাতাল। একই সঙ্গে সুনামগঞ্জ জেলাতেও বসানো হচ্ছে আরটিপিসিআর মেশিন। স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানানো হয়েছে। ১৫ জুলাই স্বাস্থ্য অধিদফতরের পক্ষে টিবিএল অ্যান্ড এএসপি-এর লাইন ডাইরেক্টর অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে বলা হয় ইতিমধ্যেই এই দুটি জেলার জন্য আরটিপিসিআর মেশিন সংগ্রহ করা হয়েছে। বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুইপ্রু মারমা গতকাল জানান, আরটিপিসিআর মেশিন বরাদ্দ সংক্রান্ত পত্র তিনি পেয়েছেন। ঈদের পরপরই আরটিপিসিআর মেশিন সদর হাসপাতালে এসে যাবে। এ জন্য সদর হাসপাতাল ভবন সংলগ্ন আরেকটি ভবনে ল্যাব স্থাপনের কাজ শুরু হয়েছে। চট্টগ্রাম ভেটেনারি বিশ^বিদ্যালয়ের উচ্চ পর্যায়ের একজন আরটিপিসিআর বিশেষজ্ঞ শনিবার (আজ) ল্যাব পরিদর্শনের জন্য আসছেন বলে জানান সিভিল সার্জন। বর্তমানে বান্দরবান জেলার বিভিন্ন হাসপাতালে স্থাপিত বুথে নমুনা সংগ্রহের পর  কক্সবাজার ও চট্টগ্রামে পাঠানো হয়।     

সর্বশেষ খবর