পদ্মা নদীর তীব্র ভাঙনে দিশাহারা মুন্সীগঞ্জ জেলার চরাঞ্চলের শিলই ইউনিয়নের বাসিন্দারা। প্রতি বছর পদ্মার ভাঙনের কবলে পড়ে বিলীন হচ্ছে এলাকার বিস্তীর্ণ কৃষিজমি ও বসতভিটা। চলতি বছর বর্ষার শুরুতে তীব্র ভাঙন দেখায় দেয় ইউনিয়নের তিন কিলোমিটার জায়গাজুড়ে। এলাকায় একটি স্থায়ী বাঁধের দাবি জানিয়ে এলেও বার বার হতাশ হচ্ছেন ভাঙন কবলিতরা। সরেজমিন ঘুরে দেখা যায়, মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের শিলই ইউনিয়নে কয়েক বছর ধরে পদ্মার ভাঙন তীব্র আকার ধারণ করেছে। বর্ষা মৌসুমে প্রায় প্রতিদিন ওই এলাকার তিন ফসলি জমি বিলীন হচ্ছে পদ্মাগর্ভে। গত কয়েকদিনে প্রায় ১২ একর কৃষি জমি নদীগর্ভে হারিয়ে গেছে। এখনো হুমকিতে রয়েছে শত শত বসতবাড়ি ও ফসলি জমি। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে মানচিত্র থেকে মুছে যেতে পারে শিলই ইউনিয়ন। স্থানীয় বাসিন্দারা বলছেন, বছরের পর বছর পদ্মায় ভাঙন চলছে। নদী ভাঙন রোধে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের কাছ থেকে শুধু প্রতিশ্রুতি পাই। আজও কেউ কার্যকর ব্যবস্থা গ্রাহণ করেনি। স্থানীয় কৃষকরা জানান, আমাদের কৃষি জমি দিনে দিনে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এখন যেটুকু আছে তা-ও ভাঙতে শুরু করেছে। নদীর তীরে শিগগিরই স্থায়ী বাঁধ নির্মাণ করা না গেলে ভাঙন রোধ করা সম্ভব হবে না। শিলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম লিটন বলেন, এই এলাকায় কয়েক বছর যাবত ভাঙছে প্রমত্মা পদ্মা। এবার ভাঙনে ইতিমধ্যে ইউনিয়নের বহু জমি ভেঙে গেছে। দ্রুত ভাঙন প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। তা করা না গেলে এই ইউনিয়নের সব কৃষি জমি হারিয়ে যাবে। বাড়বে বেকারত্ব। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হামিদুর রহমান বলেন, পদ্মা নদীর ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সরকারের পক্ষ ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষদের সার্বিক সহযোগিতা করা হবে।
শিরোনাম
- উট ও স্বর্ণ থেকে সাম্রাজ্য: দাগোলোর হাতে এখন অর্ধেক সুদান
- সৌদিতে আরও ১৭ হাজার নারী সংগীত শিক্ষক প্রশিক্ষণ পাচ্ছেন
- খামেনির ছবি পোড়ানোর পর যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
- মেডিক্যাল শিক্ষকদের মূল বেতনের ৭০ শতাংশ প্রণোদনা ঘোষণা
- বিপিএলে ৫ দল, শুরু ডিসেম্বরের মাঝামাঝিতে
- বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ
- ঢাবিতে সহিংসতায় ছাত্রলীগ নেতাসহ ৪০৩ জনকে শোকজ
- দুই দল যা-ই বলে, সরকার তা-ই করে : মির্জা আব্বাস
- পদোন্নতি পাচ্ছেন এক হাজারের বেশি বিচারক
- ইরাক আগ্রাসনের ‘মূল হোতা’ সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের মৃত্যু
- তরিকুল ইসলাম ছিলেন দলের দুর্দিনের কাণ্ডারি: তৃপ্তি
- জুডিসিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ পেলেন বিচারপতি আহমেদ সোহেল
- ‘১৭ বছর রাজপথে নির্যাতিত ত্যাগী কর্মীদের চোখে আজ আশার আলো’
- নির্বাচনের সময়ে ভুয়া খবর প্রচারে জেল-জরিমানা
- বগুড়ার ডিবির সাবেক ইনচার্জসহ দুইজনের প্রত্যাহার আদেশ বাতিল
- বগুড়ায় উদ্ধার হওয়া ৩৯ ককটেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
- ব্রাহ্মণবাড়িয়ায় তিন টিকিট কালোবাজারি গ্রেফতার
- জনশক্তি পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ-জাপান ১৩ সমঝোতা
- বিএনপির মনোনীত প্রার্থীকে বীরগঞ্জ-কাহারোলে ব্যাপক সংবর্ধনা
- শওকত-রনির কোলাকুলি, ধানের শীষকে বিজয়ী করার আহ্বান
পদ্মা গিলছে কৃষি জমি বসতভিটা
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর