নাটোরে জুয়া খেলার অভিযোগে চারজনকে আটক করেছে র্যাব। গত বৃহ¯পতিবার রাতে তাদের উপজেলার উত্তর তেবারিয়া এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় আটক করা হয়। তারা হলো কামাল হোসেন, আকাশ ইসলাম, রাসেল আলী, সোহাগ আলী। র্যাব জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বৃহ¯পতিবার রাতে তাদের আটক করা হয়।
পৌনে ৮টার দিকে কো¤পানি কমান্ডার মেজর সানরিয়া চৌধুরীর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ অপারেশন দল নাটোর সদরের উত্তর তেবারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় জুয়া খেলার অপরাধে ৪ জন জুয়ারি কামাল হোসেন, আকাশ ইসলাম, রাসেল আলী ও সোহাগ হোসেনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ খেকে ১২০ পিস তাস, নগদ-৮৯০ টাকা জব্দ করা হয়। এ সময় অজ্ঞাতনামা আরও ৫-৬ জন কৌশলে পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা উপস্থিত সাক্ষীদের সম্মুখে ঘটনাস্থলে পলাতক অজ্ঞাতনামা আসামিদের যোগসাজশে প্রকাশ্যে জুয়া খেলছিল বলে অকপটে স্বীকার করে। পরে তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।
 
                         
                                     
                                                             
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        