শুক্রবার, ৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা

বরগুনায় অক্সিজেন সংকটে মারা গেলেন অক্সিজেন ব্যবসায়ী

বরগুনা প্রতিনিধি

বরগুনা শহরের অক্সিজেন ব্যবসায়ী মিসকাতুল ইসলাম মিলন (৩৮) করোনায় আক্রান্ত হয়ে অক্সিজেন সংকটে মারা গেছেন। জানা গেছে, গত মঙ্গলবার রাতে বরগুনা জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে অক্সিজেন সংকটে  মিলন মৃত্যুবরণ করেন। তিনি এক সময় বরগুনা জেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সামাজিক কাজের পাশাপাশি শহরের পশ্চিম বরগুনা এলাকায় চার বছর আগে থেকে অক্সিজেন ও গ্যাস সিলিন্ডার সরবরাহের ব্যবসা করে আসছিলেন। তিনি করোনা রোগীদের ক্রয় করা মূল্যে এবং নিজস্ব পরিবহন ব্যয়ে অক্সিজেন পৌঁছে দিতেন। পারিবারিক সূত্র জানায়, গত ৩১ জুলাই মিলন করোনা আক্রান্ত হন। বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হলে সেখানে অক্সিজেনের চাহিদা পূরণ না হওয়ায় তাকে অ্যাম্বুলেন্সে ঢাকা নেওয়া হচ্ছিল। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে পথে বরিশাল গৌরনদী পৌঁছালে মিলন মারা যান।

সর্বশেষ খবর