মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১ ০০:০০ টা

জুতা কারখানায় আগুন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে একটি জুতা তৈরির কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে কারখানার উৎপাদিত জুতা ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ মিয়া জানান, গতকাল সিটি করপোরেশনের বাঙালগাছ এলাকায় একটি জুতা তৈরির কারখানার তিনতলা ভবনের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়।

আগুন দ্রুত পাশের স্টোররুমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। এক ঘণ্টা চেষ্টার পর সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তদন্ত ছাড়া আগুন লাগার সঠিক কারণ ও ক্ষতির পরিমাণ জানানো সম্ভব নয় বলে তিনি জানান। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কারখানার ম্যানেজার মোস্তফা জামিল জানান, আগুনে তাদের কারখানার জুতা, জুতা তৈরির কাঁচামাল, জুতা রাখার ব্যাগ, পলিথিন, কার্টন, সিসি ক্যামেরার যন্ত্রাংশ, আসবাবপত্র, কম্পিউটার ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর