শনিবার, ২৮ আগস্ট, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

নৌভ্রমণে গিয়ে নদীতে স্কুলছাত্র নিখোঁজ

বন্ধুদের সঙ্গে নৌভ্রমণে গিয়ে ফাহাদ হাসান (১৭) নামে এক শিক্ষার্থী কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। গতকাল বিকালে নদীর মুক্তিযোদ্ধা পার্ক এলাকায় এই ঘটনা ঘটনা। ফাহাদ বরিশাল জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী। পুলিশ ও ফাহাদের সহপাঠীরা জানায়, বিকালে বরিশাল খেয়াঘাট থেকে একটি ট্রলার ভাড়া করে ফাহাদের ১০/১২ জন বন্ধু। মুক্তিযোদ্ধা পার্ক এলাকায় পৌঁছার পর ট্রলার থেকে ফাহাদ নদীতে পড়ে যায়। পরে বন্ধুর ৯৯৯ এ ফোন করে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা তল্লাশী শুরু করে। রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন সন্ধান মেলেনি।                 -নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় খুন

কুমিল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মিথুন ভুঁইয়া নামের এক যুবককে খুনের অভিযোগ উঠেছে। নিহত মিথুন নগরীর বজ্রপুর এলাকার বাসিন্দা। খুনে অভিযুক্ত মেরাজ ওই এলাকার রহিম মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি আনওয়ারুল আজিম। এদিকে, খুনের ঘটনায় মেরাজ  ও তার সহযোগী শরিফুল ইসলাম রাসেলকে গতকাল নগরীর প্রফেসর পাড়া থেকে গ্রেফতার করা হয়। নিহত মিথুনের বাবা লিটন মিয়া জানান, মাদক ব্যবসায় বাধা দেওয়ায় তারা মিথুনের ওপর ক্ষিপ্ত ছিল। গত বুধবার তার ছেলে বাড়ির পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় মেরাজ বড় একটি ছুরি নিয়ে এসে তাকে কোপাতে থাকে।  এতে তার মৃত্যু হয়।    -কুমিল্লা প্রতিনিধি

গাজীপুরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

গাজীপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ২০/২১ বছর। বৃহস্পতিবার রাতে ঢাকা-ময়মনসিংহ রেলরুটের ধীরাশ্রম স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়দেবপুর রেলওয়ে স্টেশনের জিআরপি ফাঁড়ির এসআই শহীদুল্লাহ জানান, রাত সাড়ে ৮টার দিকে  ধীরাশ্রম স্টেশন এলাকায় ঢাকাগামী তুরাগ ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই যুবক। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে ভর্তি করে। সেখানে গতকাল সকালে তিনি মারা যান। তার পরনে কালো রঙের প্যান্ট রয়েছে।       -গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর