রবিবার, ২৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা

সদর হাসপাতালে অক্সিজেন প্লান্ট

সুনামগঞ্জ প্রতিনিধি

২৫০ শয্যাবিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালে লিকুইড অক্সিজেন প্লান্ট উদ্বোধন হয়েছে। গতকাল সকালে সুনামগঞ্জ-৪ আসনের এমপি অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ উদ্বোধন করেন। পীর মিসবাহ জানান, ইউনিসেফের সহযোগিতায় সুনামগঞ্জ সদর হাসপাতালে এই সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট নির্মিত হয়েছে। এতে হাসপাতালে ভর্তি সাধারণ রোগীরা সেবা পাবেন।

 পাশাপাশি করোনা আক্রান্ত রোগীরা  প্রয়োজনীয় হাই ফ্লো অক্সিজেন সেবা পাবেন।

 তিনি আরও বলেন, সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউয়ের একটি ইউনিট প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনীয় জনবল পাওয়ার সঙ্গে সঙ্গে এটি চালু হবে। উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন ২৫০ শয্যাবিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আনিসুর রহমান, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, ডেপুটি সিভিল সার্জন আশরাফুল হক, হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহবুবুর রহমান, আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সৌমিত্র চক্রবর্তী প্রমুখ।

সর্বশেষ খবর