শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় এসএম সানিয়েল আরেফিন নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। নরসিংদী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শেখ সাদি গতকাল তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। অভিযুক্ত এসএম সানিয়েল আরেফিন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য।

আদালত সূত্রে জানা যায়, সানিয়েল আরেফিন নরসিংদী সাহেপ্রতাব এলাকার ম্যানচেস্টার কম্পোজিট টেক্সটাইল মিলস লি. এর ব্যবস্থাপনা পরিচালক। প্রতিষ্ঠানটি সচ্ছল করতে ২০২০ সালের ৪ আগস্ট সুইডেন বাংলা টেক্সটাইলের চেয়ারম্যান আতাউর রহমানের কাছে ৩০ শতাংশ শেয়ার প্রায় আড়াই কোটি টাকায় বিক্রি করেন ম্যানচেস্টার কম্পোজিটের মালিকরা। এর তিন মাস পার না হতেই ম্যানচেস্টার কম্পোজিটের পরিচালকগণ চুক্তি ভঙ্গ করে পুরো মিলটি অন্যত্র বিক্রি করে দেন। একই সঙ্গে সুইডেন বাংলা টেক্সটাইল চেয়ারম্যানের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান। পাওনা টাকা চাইলে মেরে ফেলার হুমকি দেন। এ ঘটনায় গত ২০ আগস্ট আতাউর রহমান বাদী হয়ে ম্যানচেস্টার কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সানিয়েল আরেফিনসহ ৭ জনের বিরুদ্ধে সদর থানায় প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলা করেন। গতকাল আসামিরা আদালতে আত্মসমর্পণ করেন। বিচারক উভয়পক্ষের যুক্তিতর্ক শুনে স্বেচ্ছাসেবক লীগ নেতা সানিয়েল আরেফিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অভিযুক্ত অপর ছয়জনের জামিন মঞ্জুর করেন।

সর্বশেষ খবর