শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

কক্সবাজারে বজ্রপাতে দুজনের মৃত্যু

উখিয়া উপজেলায় বজ্রপাতে দুই রোহিঙ্গা নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। গতকাল বালুখালী রোহিঙ্গা শিবিরের ১৭ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বালুখালী ক্যাম্প-২ ইস্টের বাসিন্দা মোহাম্মদ হারেজ (৩৫) ও ক্যাম্প-৮ ইস্টের নাজমুল হাসান (২৫)। তারা সম্পর্কে ভায়রা ভাই। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি নাইমুল হক জানান, আহত তিনজনকে স্থানীয় ফিল্ড হসপিটালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে গতকাল ভোরে বজ্রপাতে চকরিয়া উপজেলার বমুরকুল এলাকায় মুদি দোকান পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিক শফি।  

-কক্সবাজার ও চকরিয়া প্রতিনিধি

 

মমেকে কমেছে করোনা রোগী

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিকে যেমন কমেছে মৃত্যু  তেমনি কমে এসেছে রোগীর চাপ। চলতি মাসের দুই দিনে মৃত্যু হয়েছে আটজনের। এর মধ্যে মাত্র একজন কভিড পজিটিভ হয়ে মারা গেছেন। বাকিদের মৃত্যু হয়েছে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে। যা গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন। করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন জানান, গতকাল পর্যন্ত ইউনিটটিতে ৪০২টি শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ১৪৭ জন। এর মধ্যে ১০ জন আইসিইউতে রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে রোগী ভর্তি হয়েছেন ১৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন। এছাড়াও ইউনিটে গত ২৩ আগস্ট থেকে ২০০ জনের নিচে রয়েছে ভর্তি রোগীর সংখ্যা। জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, জেলায় করোনা শনাক্ত হারও অনেকটাই নিম্নমুখী।  

-ময়মনসিংহ প্রতিনিধি

 

পাটুরিয়া-দৌলতদিয়ায় গাড়ির দীর্ঘ লাইন

কয়েক দিন ধরে নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে। অনেক উজানে গিয়ে ফেরি ঘাটে ভিরতে হয়। এতে সময় লাগে অনেক বেশি। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় উভয় ঘাটে যানবাহনের চাপ বাড়ছে। তাছাড়া শিমুলিয়া-বাংলাবাজার রুটে যানবাহন পারাপার বন্ধ থাকায় চাপ পড়েছে এই নৌরুটে। ফলে কয়েক দিন ধরে পাটুরিয়া-দৌলতদিয়ায় চলাচলকারীরা দুর্ভোগ পোহাচ্ছেন। গতকাল ঘাটে অনেক যানবাহন আটকা পড়ে। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস, ছোট গাড়ি পার করায় শত শত ট্রাক এদিন ফেরির অপেক্ষায় ছিল।             -মানিকগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর