শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

সিরাজগঞ্জে নৌকা থেকে পড়ে দুজনের মৃত্যু, নিখোঁজ

সিরাজগঞ্জের এনায়েতপুর ঘাটে যমুনা নদীতে নৌকা থেকে পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পাঁচজন নিখোঁজ রয়েছেন। গতকাল বিকালে জামালপুর থেকে এনায়েতপুর মাজার শরিফে আসার পথে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন- জামালপুরের ইসলামপুর উপজেলার পাতাসি গ্রামের জহির উদ্দিনের স্ত্রী ঝালিমন বেগম (৬০) ও দেওয়ানগঞ্জ উপজেলার খুড়মা মধ্যপাড়া গ্রামের জব্বার আলীর স্ত্রী ফুলজান বেগম (৫০)। নিখোঁজ ব্যক্তিরা হলেন- দেওয়ানগঞ্জের খুরমার তোতা মিয়ার ছেলে জাহিদ হোসেন (৮), ওমর আলীর স্ত্রী সুফি বেগম (৫০), মিন্টু হোসেনের স্ত্রী হেলেনা খাতুন (৩০) তার ছেলে ইয়াসিন (৬) ও আবদুস সাত্তার (৬০)। পুলিশ জানায়, এনায়েতপুর দরবার শরিফের বাৎসরিক ওরস শরীফ উপলক্ষে জামালপুরের বিভিন্ন অঞ্চল থেকে ভক্তরা নৌকাযোগে দরবারে আসছিলেন। এনায়তেপুর স্পারবাঁধ সংলগ্ন যমুনা নদীতে আসা মাত্রই নৌকা থেকে কয়েকজনভক্ত পড়ে যান।    -সিরাজগঞ্জ প্রতিনিধি

পতিতালয়ে বিক্রির এক মাস পর তরুণী উদ্ধার, আটক

গাজীপুর সিটি করপোরেশনের বাসন এলাকা থেকে চাকরি দেওয়ার আশ্বাসে তরুণীকে নিয়ে দৌলতদিয়া পতিতাপল্লীতে বিক্রির প্রায় এক মাস পর উদ্ধার করেছে পুলিশ। এক পাচারকারীকেও আটক করা হয়। আটক সোহেল রানা রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সামসু মাস্টারপাড়ার বাবুল সরদারের ছেলে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) জাকির হাসান জানান, ১১ আগস্ট বাসন থানার ভোগড়া বাইপাস এলাকার একটি গার্মেন্টের সামনে চাকরির জন্য যান ওই তরুণী। এ সময় অজ্ঞাত পরিচয় তিন-চার জন যুবক তাকে চাকরি দেবে বলে গাড়িতে তুলে দৌলতদিয়া পতিতালয়ে নিয়ে যায়। সেখানে মেয়েটিকে ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করে দেয়। -গাজীপুর প্রতিনিধি

টিকা কেন্দ্রে স্বাস্থ্য সহকারীকে মারধর

ময়মনসিংহের গৌরীপুরে টিকা কেন্দ্রে মাহাবুবুল আলম হিমেল (৩৫) নামে এক স্বাস্থ্য সহকারীকে মারধরের ঘটনা ঘটেছে। এ সময় অভিযুক্ত মজিবুর রহমানও আহত হন। তাদের দুজনকেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল এ ঘটনা ঘটে। গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত স্বাস্থ্য সহকারী উপজেলার ভাংনামারী ইউনিয়নে কর্মরত আছেন।          -ময়মনসিংহ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর