শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

জেলা হাসপাতালে নেই আইসিইউ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যার জেলা হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এর ব্যবস্থা না থাকায় মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগীসহ অন্যান্য মুমূর্ষু রোগী জীবন সংকটের মধ্যে দিন পার করছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হচ্ছে। এতে রোগী ও স্বজনদের অতিরিক্ত খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি দুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে। এ কারণে রোগীদের ব্যয় বাড়ছে। একদিকে কোভিড আক্রান্তের ফলে পারিবারিক দুশ্চিন্তা অন্যদিকে চিকিৎসায় ব্যয়বহুলের জন্য অনেকেই হতাশ হয়ে পড়ছেন। ফলে অনেকেই করোনা টেষ্ট করাতে চান না। অথচ জেলা হাসপাতালে আইসিইউর ব্যবস্থা থাকলে অতিরিক্ত টাকা ব্যয় করতে হতো না। ভুক্তভোগীরা বলছেন, দ্রুত হাসপাতালে আইসিইউ স্থাপন ও পর্যাপ্ত চিকিৎসকের প্রয়োজন হয়ে পড়েছে। এ অঞ্চলের মুমূর্ষু রোগীদের সমস্যা দেখা দিলে রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটই একমাত্র ভরসা। জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুমিনুল হক জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে এখানে আইসিইউ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশের ২২টি জেলা হাসপাতালে আইসিইউ স্থাপনের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে আইসিইউ স্থাপনের চিঠি পাওয়া গেছে। চিঠির উদ্ধৃতি দিয়ে তিনি জানান, ৮ তলা বিশিষ্ট হাসপাতালের ৯ম তলা সম্প্রসারণ করে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ ওয়ার্ড এবং ২০ শয্যাবিশিষ্ট একটি আইসোলেশন ওয়ার্ড নির্মাণ করা হবে। আর এসব কাজ দ্রুত বাস্তবায়নে গণপূর্ত বিভাগকে দরপত্র আহ্‌বানের দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাঃ মহসীন জানান, জেলা হাসপাতালের ঊর্ধ্বমুখী সম্প্রসারণে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ ওয়ার্ড এবং ২০ শয্যাবিশিষ্ট একটি আইসোলেশন ওয়ার্ড নির্মাণে বিশ্বব্যাংকের বরাদ্দকৃত অর্থে দরপত্র আহ্‌বানের প্রক্রিয়া আগামী সপ্তাহে শুরু করা হবে। আর আগামী ২০২১-২২ অর্থবছরে জুনের মধ্যে কাজ সম্পন্ন করা হবে। অপরদিকে সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, জেলা হাসপাতালের অবকাঠামো থাকলেও পিসিআর ল্যাব চালাতে বিশেষজ্ঞ চিকিৎসকের প্রয়োজন, সেটি না থাকায় এ মুহুর্তে ল্যাব তৈরি করা সম্ভব নয়।

সর্বশেষ খবর