রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হতে হবে : ক্যাপ্টেন তাজ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম বলেছেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হতে হবে। সুশিক্ষা সমাজ কল্যাণের কাজে সচেষ্ট থাকতে সহায়তা করবে। বঙ্গবন্ধুর আদর্শ দেশ সেবায় মনোনিবেশ করতে সহায়তা করবে। আজকে যারা মেধাবী হিসেবে সম্মানিত হয়েছো তোমরা তোমাদের লেখাপড়ায় আরও বেশি মনোনিবেশ করলে আজকের অনুষ্ঠানের উপস্থিত গুণীদের চেয়েও আরও বড় স্থানে যেতে পারবে বলে আমি বিশ্বাস করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করে বিশ্বের উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে দেশকে উচ্চমাত্রায় নিয়ে যাচ্ছেন। গুণীজনদের জীবনী পড়লে দেখা যায় বই-ই ছিল তাদেও জীবনের সবচেয়ে বড় বন্ধু। তাই তোমরা বেশি বেশি করে বই পড়বে। এতে জ্ঞান অর্জনের সঙ্গে সঙ্গে আনন্দও পাবে। গতকাল বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা কর্তৃক আয়োজিত মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাঞ্ছারামপুর ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম অডিটরিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজুল ইসলাম।

-বাঞ্ছারামপুর প্রতিনিধি

 

মাদকে বাধা দেওয়ায় পিটিয়ে হত্যা

কালিয়াকৈরের দেওয়ার বাজার এলাকায় মাদক সেবনে বাধা দেওয়ায় মিনহাজ হোসেন নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মিনহাজ (৪৫) উপজেলার বাহাদুরপুরের হোসেন আলীর ছেলে। এলাকাবাসী জানান, দেওয়ার বাজার এলাকায় দীর্ঘদিন ধরে হোটেল ব্যবসা করে আসছিলেন মিনহাজ। গতকাল দুপুরে তার হোটেলে এসে মাদক সেবনের জন্য আগুন চায় ওই এলাকায় দুই যুবক তুহিন ও রিপন। মিনহাজ তাদের মাদক সেবন করতে নিষেধ করেন। একপর্যায়ে ওই দুই যুবক মিনহাজকে এলোপাতাড়ি মারধর করতে থাকে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মাদকসেবীরা পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন জানান, খুনের ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

-কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর