সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

চাঁদাবাজির অভিযোগে দুই পুলিশ সদস্য প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় পার্কে বেড়াতে আসা লোকজনের কাছে চাঁদাবাজির অভিযোগে সদর থানার দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন, সদর থানার সহকারী উপ-পরিদর্শক আবদুল্লাহ আল মোস্তফা ও কনস্টেবল মাহিদুর রহমান। ওই রাতে পুলিশ সুপারের নির্দেশে তাদের থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। জানা যায়, শুক্রবার রাতে এএসআই মোস্তফা ও কনস্টেবল মাহিদুর মোটরসাইকেলে থানা থেকে একটু দূরে মম ইন ইকো পার্কে যান।

সাদা পোশাকের এ দুই পুলিশ সদস্য ওই পার্কে বেড়াতে আসা লোকজনকে নানাভাবে জিজ্ঞাসাবাদ করে হয়রানি করতে থাকেন। রাত সাড়ে ৯টার দিকে তিনজন আরোহীসহ একটি মোটরসাইকেল আটক করেন তারা। পরে তাদের কাছে ২ হাজার টাকা দাবি করেন। এ নিয়ে মোটরসাইকেল আরোহীদের সঙ্গে দুই পুলিশ সদস্যের তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে অন্য লোক দুই পুলিশ সদস্যকে ঘিরে ফেলে। মম ইন ইকো পার্কের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে দুই পুলিশ সদস্যের পরিচয় নিশ্চিত হয়ে তাদের থানায় পাঠান। রাতেই পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দুজনকে থানা থেকে প্রত্যাহার করেন।

সর্বশেষ খবর