আছে শোবার খাট। কক্ষের মধ্যে রয়েছে পর্দা, বারান্দার গ্রিলে শোভা পাচ্ছে স্ত্রীর ভ্যানিটি ব্যাগ। ভিতরে রয়েছে বসতঘরের আনুষঙ্গিক মালামাল। এ যেন একটি বসতঘর। বাস্তবে একটি মাধ্যমিক বিদ্যালয়ের ভবন। অথচ ব্যবহার করা হচ্ছে বসতঘর হিসেবে। বরগুনার পাথরঘাটা উপজেলার জালিয়াঘাটা এসইএসডিপি মডেল উচ্চবিদ্যালয়ের তিনটি শ্রেণিকক্ষ ও ছাত্রীদের ওয়াশরুম দখল করে সপরিবারে বসবাস করছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস। সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহে গেলে তাদের চলে যেতে বলেন। তিনি ছয় বছর ধরে ওই শ্রেণিকক্ষ দখল করে আছেন। সরেজমিন দেখা যায়, তৃতীয় তলাবিশিষ্ট ওই বিদ্যালয়ের দ্বিতীয় তলার পশ্চিম পাশের তিনটি শ্রেণিকক্ষ ও বিদ্যালয়ের ছাত্রীদের ব্যবহৃত ওয়াশরুম দখল করে স্ত্রী ও সন্তানদের নিয়ে ছয় বছর ধরে বসবাস করছেন প্রধান শিক্ষক মো. ফেরদৌস। ওই তিনটি শ্রেণিকক্ষের বেঞ্চ একত্রিত করে বানিয়েছেন খাট। কিছু বেঞ্চ একত্রিত করে রেখেছেন অন্যান্য মালামাল। রান্নার জন্য বারান্দার এক কোনে চুলা বসিয়ে তার পাশে ২৬ মার্চের স্বাধীনতা দিবস ও ১৫ আগস্টের শোক দিবসের ব্যানার দিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই বিদ্যালয়ের দশম শ্রেণির দুই শিক্ষার্থী ও ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থী জানান, শুরু থেকেই স্যার শ্রেণিকক্ষগুলোতে তার স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকছেন। ছাত্রীদের ওয়াশরুমটিও দখলে নিয়েছেন। ওই ছাত্রীরা ছেলেদের ওয়াশরুম ব্যবহার করছে। তাছাড়া তিন থেকে চারজন ছাত্র-ছাত্রী ছাড়া তাদের রুমে কেউ ঢুকতে পারে না। ওয়াশরুমের সামনে স্যারের খাট। তাই অনেকে লজ্জায় ভিতরে যায় না। শিক্ষার্থীরা কিছু বললে মারধর ও ট্রান্সফার সার্টিফিকেট দেবেন বলে হুমকি দেন। নাম প্রকাশ না করার শর্তে ওই বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, দীর্ঘদিন ধরে তিনি শ্রেণিকক্ষগুলো দখল করে বসবাস করছেন। তিনি উপজেলা শিক্ষা কর্মকর্তাদের ম্যানেজ করে এগুলো করেছেন। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস শ্রেণিকক্ষ দখলের কথা স্বীকার করে সাংবাদিকদের ধমক দিয়ে বলেন, আমি সবকিছু ম্যানেজ করেই থাকছি। আপনারা নিউজ করেন। দেখি আমার কী হয়। রান্না করার বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করেন। যার ভিডিওচিত্র সাংবাদিকদের মুঠোফোনে ধারণ করা হয়। ইউপি সদস্য সিদ্দিকুর রহমান বলেন, তিনি অনেক বছর ধরে শ্রেণিকক্ষ দখল করে পরিবার নিয়ে থাকেন। এ বিষয়ে বরগুনা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, আমি জানি তিনি বাসা নিয়ে থাকেন। উপজেলা শিক্ষা অফিসারকে বলেছি বিষয়টি খোঁজ নিয়ে দেখতে। পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ জানান, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শ্রেণিকক্ষ দখল করে পরিবার নিয়ে থাকার কোনো সুযোগ নেই। বিষয়টি আমি অবগত ছিলাম না। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ডেকে ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের সংসার!
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর