আছে শোবার খাট। কক্ষের মধ্যে রয়েছে পর্দা, বারান্দার গ্রিলে শোভা পাচ্ছে স্ত্রীর ভ্যানিটি ব্যাগ। ভিতরে রয়েছে বসতঘরের আনুষঙ্গিক মালামাল। এ যেন একটি বসতঘর। বাস্তবে একটি মাধ্যমিক বিদ্যালয়ের ভবন। অথচ ব্যবহার করা হচ্ছে বসতঘর হিসেবে। বরগুনার পাথরঘাটা উপজেলার জালিয়াঘাটা এসইএসডিপি মডেল উচ্চবিদ্যালয়ের তিনটি শ্রেণিকক্ষ ও ছাত্রীদের ওয়াশরুম দখল করে সপরিবারে বসবাস করছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস। সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহে গেলে তাদের চলে যেতে বলেন। তিনি ছয় বছর ধরে ওই শ্রেণিকক্ষ দখল করে আছেন। সরেজমিন দেখা যায়, তৃতীয় তলাবিশিষ্ট ওই বিদ্যালয়ের দ্বিতীয় তলার পশ্চিম পাশের তিনটি শ্রেণিকক্ষ ও বিদ্যালয়ের ছাত্রীদের ব্যবহৃত ওয়াশরুম দখল করে স্ত্রী ও সন্তানদের নিয়ে ছয় বছর ধরে বসবাস করছেন প্রধান শিক্ষক মো. ফেরদৌস। ওই তিনটি শ্রেণিকক্ষের বেঞ্চ একত্রিত করে বানিয়েছেন খাট। কিছু বেঞ্চ একত্রিত করে রেখেছেন অন্যান্য মালামাল। রান্নার জন্য বারান্দার এক কোনে চুলা বসিয়ে তার পাশে ২৬ মার্চের স্বাধীনতা দিবস ও ১৫ আগস্টের শোক দিবসের ব্যানার দিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই বিদ্যালয়ের দশম শ্রেণির দুই শিক্ষার্থী ও ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থী জানান, শুরু থেকেই স্যার শ্রেণিকক্ষগুলোতে তার স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকছেন। ছাত্রীদের ওয়াশরুমটিও দখলে নিয়েছেন। ওই ছাত্রীরা ছেলেদের ওয়াশরুম ব্যবহার করছে। তাছাড়া তিন থেকে চারজন ছাত্র-ছাত্রী ছাড়া তাদের রুমে কেউ ঢুকতে পারে না। ওয়াশরুমের সামনে স্যারের খাট। তাই অনেকে লজ্জায় ভিতরে যায় না। শিক্ষার্থীরা কিছু বললে মারধর ও ট্রান্সফার সার্টিফিকেট দেবেন বলে হুমকি দেন। নাম প্রকাশ না করার শর্তে ওই বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, দীর্ঘদিন ধরে তিনি শ্রেণিকক্ষগুলো দখল করে বসবাস করছেন। তিনি উপজেলা শিক্ষা কর্মকর্তাদের ম্যানেজ করে এগুলো করেছেন। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস শ্রেণিকক্ষ দখলের কথা স্বীকার করে সাংবাদিকদের ধমক দিয়ে বলেন, আমি সবকিছু ম্যানেজ করেই থাকছি। আপনারা নিউজ করেন। দেখি আমার কী হয়। রান্না করার বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করেন। যার ভিডিওচিত্র সাংবাদিকদের মুঠোফোনে ধারণ করা হয়। ইউপি সদস্য সিদ্দিকুর রহমান বলেন, তিনি অনেক বছর ধরে শ্রেণিকক্ষ দখল করে পরিবার নিয়ে থাকেন। এ বিষয়ে বরগুনা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, আমি জানি তিনি বাসা নিয়ে থাকেন। উপজেলা শিক্ষা অফিসারকে বলেছি বিষয়টি খোঁজ নিয়ে দেখতে। পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ জানান, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শ্রেণিকক্ষ দখল করে পরিবার নিয়ে থাকার কোনো সুযোগ নেই। বিষয়টি আমি অবগত ছিলাম না। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ডেকে ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের সংসার!
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর