আছে শোবার খাট। কক্ষের মধ্যে রয়েছে পর্দা, বারান্দার গ্রিলে শোভা পাচ্ছে স্ত্রীর ভ্যানিটি ব্যাগ। ভিতরে রয়েছে বসতঘরের আনুষঙ্গিক মালামাল। এ যেন একটি বসতঘর। বাস্তবে একটি মাধ্যমিক বিদ্যালয়ের ভবন। অথচ ব্যবহার করা হচ্ছে বসতঘর হিসেবে। বরগুনার পাথরঘাটা উপজেলার জালিয়াঘাটা এসইএসডিপি মডেল উচ্চবিদ্যালয়ের তিনটি শ্রেণিকক্ষ ও ছাত্রীদের ওয়াশরুম দখল করে সপরিবারে বসবাস করছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস। সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহে গেলে তাদের চলে যেতে বলেন। তিনি ছয় বছর ধরে ওই শ্রেণিকক্ষ দখল করে আছেন। সরেজমিন দেখা যায়, তৃতীয় তলাবিশিষ্ট ওই বিদ্যালয়ের দ্বিতীয় তলার পশ্চিম পাশের তিনটি শ্রেণিকক্ষ ও বিদ্যালয়ের ছাত্রীদের ব্যবহৃত ওয়াশরুম দখল করে স্ত্রী ও সন্তানদের নিয়ে ছয় বছর ধরে বসবাস করছেন প্রধান শিক্ষক মো. ফেরদৌস। ওই তিনটি শ্রেণিকক্ষের বেঞ্চ একত্রিত করে বানিয়েছেন খাট। কিছু বেঞ্চ একত্রিত করে রেখেছেন অন্যান্য মালামাল। রান্নার জন্য বারান্দার এক কোনে চুলা বসিয়ে তার পাশে ২৬ মার্চের স্বাধীনতা দিবস ও ১৫ আগস্টের শোক দিবসের ব্যানার দিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই বিদ্যালয়ের দশম শ্রেণির দুই শিক্ষার্থী ও ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থী জানান, শুরু থেকেই স্যার শ্রেণিকক্ষগুলোতে তার স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকছেন। ছাত্রীদের ওয়াশরুমটিও দখলে নিয়েছেন। ওই ছাত্রীরা ছেলেদের ওয়াশরুম ব্যবহার করছে। তাছাড়া তিন থেকে চারজন ছাত্র-ছাত্রী ছাড়া তাদের রুমে কেউ ঢুকতে পারে না। ওয়াশরুমের সামনে স্যারের খাট। তাই অনেকে লজ্জায় ভিতরে যায় না। শিক্ষার্থীরা কিছু বললে মারধর ও ট্রান্সফার সার্টিফিকেট দেবেন বলে হুমকি দেন। নাম প্রকাশ না করার শর্তে ওই বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, দীর্ঘদিন ধরে তিনি শ্রেণিকক্ষগুলো দখল করে বসবাস করছেন। তিনি উপজেলা শিক্ষা কর্মকর্তাদের ম্যানেজ করে এগুলো করেছেন। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস শ্রেণিকক্ষ দখলের কথা স্বীকার করে সাংবাদিকদের ধমক দিয়ে বলেন, আমি সবকিছু ম্যানেজ করেই থাকছি। আপনারা নিউজ করেন। দেখি আমার কী হয়। রান্না করার বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করেন। যার ভিডিওচিত্র সাংবাদিকদের মুঠোফোনে ধারণ করা হয়। ইউপি সদস্য সিদ্দিকুর রহমান বলেন, তিনি অনেক বছর ধরে শ্রেণিকক্ষ দখল করে পরিবার নিয়ে থাকেন। এ বিষয়ে বরগুনা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, আমি জানি তিনি বাসা নিয়ে থাকেন। উপজেলা শিক্ষা অফিসারকে বলেছি বিষয়টি খোঁজ নিয়ে দেখতে। পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ জানান, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শ্রেণিকক্ষ দখল করে পরিবার নিয়ে থাকার কোনো সুযোগ নেই। বিষয়টি আমি অবগত ছিলাম না। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ডেকে ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের সংসার!
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর