মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

মানিকগঞ্জের মাটির পাতিলের চাহিদা দেশজুড়ে

কাবুল উদ্দিন খান, মানিকগঞ্জ

মানিকগঞ্জের মাটির পাতিলের চাহিদা দেশজুড়ে

প্লাস্টিক, সিরামিক, মেলামাইনের দাপটে হারিয়ে গেছে মাটির তৈরি তৈজসপত্র। তবে দইয়ের জন্য এখনো টিকে আছে মানিকগঞ্জের মাটির পাতিল। দেশব্যাপী এর ব্যাপক চাহিদা রয়েছে। মানিকগঞ্জ সদর উপজেলার পূর্বসানবান্ধা এলাকায় এই পাতিল তৈরির কার্যক্রম আগের মতোই আছে। এলাকার প্রায় ৮০টি পাল পরিবার শুধু মাটি দিয়ে দইয়ের পাত্র তৈরি করে জীবিকা নির্বাহ করছেন। সরেজমিন দেখা যায় প্রতিটি পরিবারের নারীপুরুষ সমান তালে কাজ করে যাচ্ছেন। কাজের ফাঁকে সুবোধ পাল বলেন, করোনার কারণে কাজ একেবারে বন্ধ ছিল। এখন আবার মালের চাহিদা হয়েছে তাই বউ বাচ্চা নিয়ে কাজ করছি। প্রতিটি পাতিল সাত টাকা দরে পাইকারি বিক্রি করছি। মাটি থেকে শুরু করে লাকড়ি, খড়, রং শ্রমিক সব কিছুর দাম বাড়ায় এখন আর আগের মতো লাভ হচ্ছে না। তাই সন্তানরা মাটির কাজ করতে চায় না। তারা বিভিন্ন পেশায় চলে যাচ্ছেন। স্থানীয় ভাড়ারিয়া ইউপি চেয়ারম্যান আবদুল কাদের বলেন, বর্তমানে এখানে শুধু মাটির দইয়ের পাতিল তৈরি হয়।

সর্বশেষ খবর