বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

উপকূলে ফিরেছে শত শত ট্রলার মোংলায় পণ্য ওঠানামা ব্যাহত

লঘুচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর

বাগেরহাট প্রতিনিধি

উপকূলে ফিরেছে শত শত ট্রলার মোংলায় পণ্য ওঠানামা ব্যাহত

লঘুচাপের প্রভাবে আবারও উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। সাগরে আছড়ে পড়ছে বিশাল বিশাল ঢেউ। সাগরে টিকতে না পেরে সুন্দরবনের বিভিন্ন খালে আশ্রয় নিয়েছে শত শত ফিশিং ট্রলার। নিরাপদ আশ্রয়ে আসার পথে গতকাল সকালে শরণখোলা রেঞ্জের দুবলা জেলে পল্লীর অদূরে দুটি ফিশিং ট্রলারডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় রুহুল আমিন খান (৪৫) নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় টানা বৃষ্টির কারণে মোংলা স্থলবন্দরে অবস্থানরত বিদেশি জাহাজে পণ্য বোঝাই-খালাস এবং পরিবহন কাজ বিঘ্নিত হচ্ছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে গতকাল সকাল থেকে বাগেরহাটে টানা বৃষ্টি হচ্ছে। এতে মোংলা পোর্ট পৌরসভার নিচু এলাকার রাস্তাঘাটে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ছোট ছোট চিংড়ি ঘের ডুবে যাওয়ার উপক্রম হয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সুন্দরবনের দুবলা জেলে টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রহ্লাদ চন্দ্র রায় জানান, সাগরে প্রচন্ড ঢেউয়ে টিকতে না পেরে গতকাল সকালে দুটি ফিশিং ট্রলার নিরাপদ আশ্রয়ের জন্য দুবলার অফিস কিল্লার দিকে আসছিল। এ সময় ট্রলার দুটি ডুবে যায়। ২০ জেলের মধ্যে ১৯ জনকে জীবিত ও একটি ট্রলারের মালিক জেলে রুহুল আমিনের লাশ উদ্ধার করা হয়েছে। এসব জেলের বাড়ি বরগুনার পাথরঘাটার চরদুয়ানী এলাকায়। সাগর উত্তাল হয়ে ওঠায় মাছ ধরতে যাওয়া জেলেরা শত শত ট্রলার নিয়ে পূর্ব সুন্দরবনের দুবলা, কটকা, কচিখালী, সুপতি, শ্যালা ও নারকেলবাড়িয়াসহ বিভিন্ন খালে আশ্রয় নিয়েছে বলে জানান এই বন কর্মকর্তা। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, গতকাল সকাল থেকে টানা বৃষ্টির কারণে বন্দরে অবস্থানরত কয়লা, সার, ক্লিংকার ও কন্টেইনারসহ বিভিন্ন পণ্যবাহী বিদেশি জাহাজে লোড-আনলোড বাধাগ্রস্ত হচ্ছে।

সর্বশেষ খবর