কুষ্টিয়ায় বেড়েছে শিশুদের জ্বর, ঠান্ডাজনিত রোগের পাশাপাশি ডায়রিয়া। জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর চাপ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন চিকিৎসকসহ সংশ্লিষ্টরা। ২৮ শয্যার বিপরীতে বর্তমানে শিশু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে ২০৬ জন। যা ধারণক্ষমতার প্রায় ১০ গুণ বেশি। শয্যা সংকটে অনেকের ঠাঁই হয়েছে হাসপাতালের বারান্দা ও মেঝেতে। আবার এক শয্যায় গাদাগাদি করে একাধিক শিশুকেও চিকিৎসা দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রতিদিন জেলা এবং জেলার বাইরে থেকে আসছে শিশুরা। গত সোমবার সকাল ১০টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায় রোগীর উপচে পড়া ভিড়। কোথাও তিল ধারণের জায়গা নেই। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন জানান, কয়েক দিন ধরে জ্বর, ঠান্ডা, নিউমোনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত শিশু রোগী আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। ওয়ার্ডে ধারণক্ষমতার চেয়ে রোগীর সংখ্যা কয়েক গুণ বেশি। চিকিৎসাসেবা দিতে গিয়ে সংশ্লিষ্টদের হিমশিম খেতে হচ্ছে। এর আগে গত রবিবার সকালে হাসপাতাল ঘুরে দেখা গেছে, শিশু ওয়ার্ডের প্রবেশপথে শত শত অভিভাবক ও স্বজন গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন। ওয়ার্ডের ভিতরেও ভিড়। ভিড়ের মধ্যেই চিকিৎসকরা সেবা দিচ্ছেন শিশুদের। হাসপাতালে বারান্দায় দেখা যায় মায়ের কোলে রেখেই স্যালাইন এবং ইনজেকশন পুশ করা হচ্ছে এক শিশুকে। শিশু ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স আফরোজা পারভীন বলেন, কয়েক দিন ধরে এখানে রোগীর চাপ বেড়েই চলেছে। স্বজনরা চান তাদের শিশুকে আলাদাভাবে রেখে সেবা দেওয়া হোক। কেউ বুঝতে চায় না মাত্র ছয়জন সেবিকা কীভাবে এতো রোগীর সেবা দেবেন। এত কিছুর পরও আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। শিশু বিশেষজ্ঞ ডা. এস এম নাজিম উদ্দিন জানান, এভাবে রোগীর সংখ্যা বাড়তে থাকলে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যবস্থা ভেঙে পড়বে।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে