বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

তিন মাস পানিবন্দী ৪০০ পরিবার

অনেক ঘরে ঢুকেছে পানি || ময়লা-আবর্জনায় ছড়াচ্ছে দুর্গন্ধ

রোমান চৌধুরী সুমন, নারায়ণগঞ্জ

তিন মাস পানিবন্দী ৪০০ পরিবার

পানি মাড়িয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা -বাংলাদেশ প্রতিদিন

ছেলে-মেয়ে নিয়ে ঘরের জানালার পাশে বসে ছিলেন মা। উঠানের পানি বারান্দা ছুঁই ছুঁই করছে। চলাচলের জন্য উঠানে প্রথমে বালুভর্তি বস্তা ফেলা হয়েছিল। সেই বস্তা তলিয়ে যাওয়ার পর তার ওপর ইট বিছিয়ে দেওয়া হয়। এখন ইটও তলিয়ে যাওয়ায় পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে পরিবারের লোকদের। এই চিত্র নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার নবীগঞ্জ, বক্তারকান্দি ও আমিরাবাদের। তাদের মতো তিন মাস ধরে পানিবন্দী রয়েছে ওইসব এলাকার ৪০০ পরিবারের সহস্রাধিক মানুষ। মূলত বৃষ্টির পানি আটকে গিয়ে সৃষ্টি হয়েছে এ জলাবদ্ধতা।

গত রবিবার সরজমিনে এলাকা ঘুরে দেখা যায়, বাড়িঘরে পানি জমে আছে। মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। কোনো কোনো ঘরের মধ্যে পানি প্রবেশ করেছে। বাইরের টয়লেটগুলো তলিয়ে যাওয়ায় পানিতে মলমূত্র ভাসছে। দুর্গন্ধ ছড়াচ্ছে পানি থেকে। স্থানীয় বাসিন্দা আকিদ ইসলাম জানান, অপরিকল্পিতভাবে জলাশয় ভরাট ও নাজুক ড্রেনেজ ব্যবস্থার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়া জলাশয় ভরাট করতে সরকারি আইন মানা হয়নি। একরামপুর সিএসডি গেটের অপর পাশের এলাকার হবি খান ও বক্তারকান্দি আমিরাবাদ জাইলাপাড়ার এলাকার কালাম মিয়া জানান,বাইরে পানি, ঘরে পানি। বাচ্চাদের নিয়ে সব সময় আতঙ্কে থাকি। সাপ, জোঁক, কেঁচোর উৎপাত তো আছেই। রাতে ঘুমোতে ভয় লাগে। চুলায় পানি জমে থাকায় রান্না করার উপায় নেই। এলাকার বহু পরিবার এভাবে পানিবন্দী অবস্থায় রয়েছেন। অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান বলেন, আমার কাছে কয়েকজন লোক আসছিলেন। তারা জলাবদ্ধতার কথা বলেছেন। যত দ্রুত সম্ভব ওই এলাকার মানুষের কষ্ট লাঘবে ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ খবর