করোনার কারণে মেহেরপুরে বন্ধ হয়ে গেছে শতাধিক কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট স্কুল। এতে ৮০০ শিক্ষকের জীবন-জীবিকা ও ২০ হাজার শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তার পথে। মেহেরপুর জেলায় নিবন্ধিত ৬০টি। এ ছাড়া ১৭৮টি কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট স্কুল রয়েছে। জেলায় অনিবন্ধিত কিন্ডারগার্টেনের বেশির ভাগই বন্ধ হয়ে গেছে। একমাত্র জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ বাদে প্রতিটি কিন্ডারগার্টেন স্কুল চরম শিক্ষার্থী সংকটে পড়েছে। অধিকাংশ স্কুল বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করছেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারাও। মেহেরপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কাছে বর্তমানে মেহেরপুর কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট স্কুলগুলো সম্বন্ধে কোনো তথ্য নেই। এ স্কুলগুলোর কী অবস্থা তাও তারা জানে না বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম। জানা গেছে, জেলায় প্রায় শতাধিক প্রি-ক্যাডেট ও কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে গেছে। এ স্কুলের শিক্ষক কর্মকর্তাদের বাধ্য হয়ে চাকরি ছাড়তে হয়েছে। তেমনই এসব বিদ্যালয়ের ১৫ হাজার শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। আবার যে প্রতিষ্ঠানগুলো চালু আছে সেগুলোর শিক্ষক-কর্মচারীরা নিয়মিত বেতন পাচ্ছেন না। কোনো কোনো প্রতিষ্ঠান অনিয়মিত বেতনের সঙ্গে সঙ্গে বেতনের পরিমাণ কমিয়ে দিয়েছে। মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের মা মিনা কিন্ডারগার্টেনের পরিচালক মহিদুল হক জানান, করোনায় প্রায় দুই বছর স্কুল বন্ধের কারণে শিক্ষার্থী পাওয়া এখন দুষ্কর। তাই বাধ্য হয়ে স্কুল তুলে দিয়ে কফিশপ খুলে ব্যবসার সঙ্গে স্কুল মাঠে কলা চাষ করছেন। স্কুল পরিচালনার চেয়ে আর্থিকভাবে তিনি লাভবান হচ্ছেন বলেও জানান। বুডিপোতা গ্রামের মডেল একাডেমির পরিচালোক আবদুস সালাম বলেন, স্কুল তুলে দিয়েছি। ওখানে এখন হাসপাতাল বা ক্লিনিক করব। এতে ঝুঁকি কম লাভ বেশি। তিনি আরও বলেন, করোনাকালীন গত ১৮ মাসে প্রায় ১০-১৫ লাখ টাকা লোকসান গুনেছি। কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সহসভাপতি জানে আলম জানান, প্রতিটি কিন্ডারগার্টেনের অবস্থা মারাত্মক শোচনীয়। শিক্ষার্থী সংকটে অনেক কিন্ডারগার্টেন বন্ধ হয়ে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, করোনা পরবর্তীতে বড় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টিকে থাকলেও ছোট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শেষ হয়ে যাবে। স্কুল খোলার পর স্কুলগুলোতে কী অবস্থা তার কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে কবে এ তথ্য সংগ্রহ করতে পারব এখন বলা সম্ভব নয়।
শিরোনাম
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
বন্ধ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান
মেহেরপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর