বুধবার, ৬ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

মেয়েকে খুনের তিন দিন পর গলা কেটে হত্যার চেষ্টা বাবাকে

এলাকায় আতঙ্ক

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় কিশোরী কন্যাকে গলা কেটে হত্যার তিন দিন পর পিতা সোলেমান ব্যাপারীকেও গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। গতকাল চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের বসন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহত সোলেমান ব্যাপারী (৪৫) ওই গ্রামের বাসিন্দা। তিনি তার মেয়ে সালমা আক্তার হত্যা মামলার বাদী। বর্তমানে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সোলেমান ব্যাপারীর অবস্থা আশঙ্কাজনক। এদিকে সোলেমানের মেয়ে সালমা আক্তার হত্যা মামলার কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, চান্দিনার বসন্তপুর গ্রামের সোলেমান ব্যাপারী ও তার ভাতিজাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে গত ২৫ সেপ্টেম্বর তার ভাতিজারা সোলেমান ব্যাপারীর স্ত্রীকে মারধর করায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

১ অক্টোবর রাতে সোলেমানের মেয়ে সালমাকে ঘর থেকে তুলে নিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেয়। ওই ঘটনায় নিহতের পিতা সোলেমান বাদী হয়ে ১০ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। সোমবার সন্ধ্যা থেকে সোলেমান ব্যাপারীকে খুঁজে পাচ্ছিল না পরিবার। গতকাল ভোরে বাড়ির পাশের একটি বাগানে আহতাবস্থায় তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এ ব্যাপারে চান্দিনা থানার ওসি আরিফুর রহমান জানান, আসামিরা পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি।

সর্বশেষ খবর