রবিবার, ১০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানো’ কর্মসূচি উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি

‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানো’ কর্মসূচি উদ্বোধন

নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মুক্তিযোদ্ধা সমাবেশ। জেলা পরিষদের আয়োজনে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানো’ কর্মসূচি উদ্বোধন উপলক্ষে গতকাল বিকালে অনুষ্ঠিত হয় এ সমাবেশ। এ আয়োজনকে কেন্দ্র করে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরকে সাজানো হয় রঙিন সাজে। বেলা ৩টার দিকে কানায় কানায় পূর্ণ হয় শহীদ মিনার চত্বর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কর্মসূচিতে বিকালে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানো’ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় ‘অন্বেষণ’ নামে জাতির পিতার সংগ্রামী জীবন ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত সাধারণ জ্ঞানভিত্তিক একটি প্রকাশনার মোড়কও উন্মোচন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান। নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা          জয়নাল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক  সংসদ সদস্য সামসুদ্দোহা, এন কে আলম চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে রংপুর ও রাজশাহী বিভাগের ১৪ জেলার বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন।

সর্বশেষ খবর