শনিবার, ১৬ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

মেহেরপুরে নৌকার মাঝি হতে পারেননি আট চেয়ারম্যান

মেহেরপুর প্রতিনিধি

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেহেরপুরের মুজিবনগর ও গাংনী উপজেলার ৯টির মধ্যে আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে নৌকার মাঝি হতে পারেননি বর্তমান চেয়ারম্যানরা। যারা ছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজন বিদ্রোহী প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন। বেশ কয়েকজন বিভিন্ন সময় বিতর্কিত কর্মকান্ডের জন্য সংবাদের শিরোনাম হয়েছেন। গতবার এই ৯টি ইউনিয়নের মধ্যে একটিতে বিএনপি ও তিনটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং পাঁচটিতে আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করেন। বর্তমান চেয়ারম্যান যারা বাদ পড়েছেন তারা হলেন- মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নে আয়ুব আলী, মহাজনপুর ইউনিয়নে আমাম হোসেন মিলু, গাংনীর কাথুলী ইউনিয়নে মিজানুর রহমান রানা, সাহারবাটি ইউনিয়নে গোলাম ফারুক, বামুন্দি ইউনিয়নে শহিদুল ইসলাম বিশ্বাস। এ ছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন মুজিবনগরের মোনাখালী ইউনিয়নে মফিজুর রহমান, দারিয়াপুর ইউনিয়নে তৌফিকুল বারী বকুল, গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নে সোহেল আহম্মেদ। তেঁতুলবাড়িয়া ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম জয়লাভ করেছিলেন।

গত শনিবার মেহেরপুরের দুই উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচনে নৌকার প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়। এ তালিকায় ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মনোনয়ন দেওয়া হয়েছে। দুই উপজেলার ৯টি ইউনিয়নে নৌকার নতুন মাঝি হওয়ায় বেশ কয়েকটি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে। ইতোমধ্যে মহাজনপুর, বাগোয়ান, কাথুলীসহ কয়েকটি ইউনিয়নে প্রার্থী পরিবর্তনের দাবিতে আন্দোলন চলছে।  মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস বলেন, প্রতিটি ইউনিয়নেই যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিয়েছে দল। যারা ছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজন বিদ্রোহী প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন এবং বেশ কয়েকজন বিভিন্ন সময় বিতর্কিত কর্মকান্ডের জন্য সংবাদের শিরোনাম হয়েছেন। এজন্য হয়তো বর্তমানদের কেউই পাইনি নৌকা। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক বলেন, মনোনয়ন জমা দেওয়া ও প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত আমরা দলীয়ভাবে চেষ্টা করব যাতে নৌকার কোনো বিদ্রোহী প্রার্থী না হন। এ ক্ষেত্রে যদি কোনো ইউনিয়নে নৌকার বিদ্রোহী প্রার্থী হন তবে দলের গঠনতন্ত্র অনুযায়ী আমরা সেই প্রার্থীর বিরুদ্ধে সিদ্ধান্ত নেব।

সর্বশেষ খবর