বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

জরাজীর্ণ কক্ষে শিশুকল্যাণ বিদ্যালয়ের পাঠদান

দিনাজপুর প্রতিনিধি

জরাজীর্ণ কক্ষে শিশুকল্যাণ বিদ্যালয়ের পাঠদান

দিনাজপুরের খানসামায় জরাজীর্ণ টিনের ছাউনি আর ভাঙা বাঁশের বেড়ার শ্রেণিকক্ষে ঝুঁকি নিয়ে চলছে গোবিন্দপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। এতে শিক্ষার্থীদের পড়াশোনার স্বাভাবিক পরিবেশ যেমন ব্যাহত হচ্ছে তেমনি দাপ্তরিক ও পাঠদান কার্যক্রমে বিড়ম্বনার শিকার হচ্ছেন শিক্ষকরা। এছাড়া স্কুলে ওয়াশরুম এবং বিদ্যুৎ সংযোগ না থাকায় পোহাতে হয় ভোগান্তি। প্রধান শিক্ষক মশিউর রহমান বলেন, বিদ্যালয়ের অবকাঠামো খুবই নাজুক। ভাঙাচোরা ঘরে রোদ-বৃষ্টি উপেক্ষা করে পাঠদান চলছে। গত কয়েক বছর সমাপনী পরীক্ষায় বিদ্যালয়ের ফলাফল ছিল অনেক ভালো। অনুপযোগী শ্রেণিকক্ষ দ্রুত সংস্কার এবং নিজস্ব জমিতে নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করছি। খানসামা উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএমএ মান্নান বলেন, বিদ্যালয়টি শিশু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে পরিচালিত। এর নিজস্ব কোনো জমি না থাকায় ভবন নির্মাণ সম্ভব হচ্ছে না।

সর্বশেষ খবর