বুধবার, ১৭ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

নিহত বাংলাদেশির লাশ ফেরত দাবি

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। গতকাল দুপুরে জেলার কালীগঞ্জ উপজেলার বলাইরহাট বাজারে এ মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল করেন। এর আগে সোমবার বিকালেও মানববন্ধন করে এলাকাবাসী।

 মানববন্ধনে নিহত ইদ্রিস আলীর ভাই একরামুল হকসহ এলাকার অনেকেই বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, সীমান্তে গুলিতে নিহতের ৫ দিন পেরিয়ে গেলেও পরিবারের কাছে এখনো লাশ ফেরত দেয়নি বিএসএফ। অবিলম্বে লাশ ফেরতের দাবি জানান তারা। এ মানববন্ধনে এলাকার কয়েকশ’ নারী পুরুষ অংশ নেয়। উল্লেখ্য, গত ১২ নভেম্বর ভোরে জেলার কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তের ৯১৭ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব পিলারের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হন। এ সময় প্রকাশ রায় নামে এক ভারতীয় নাগরিক নিহত হয়। পরে লাশ টেনে হেঁচড়ে নিয়ে যায় বিএসএফ। নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি মালগড়া গ্রামের আলতাব মিয়ার ছেলে আসাদুজ্জামান ভাষানি (৪০) ও একই এলাকার মোসলেম উদ্দিনের ছেলে ইদরিস আলী (৪২)। লালমনিরহাট ১৫ বিজিবি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদ জানান, বিএসএফের গুলিতে বাংলাদেশি দুই যুবক নিহতের ঘটনায় প্রতিবাদ পত্র পাঠানো হয়েছে বিএসএফ এ ব্যাপারে  কোনো সাড়া দেয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর