মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ

শ্রীপুরে কারখানার লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গোল্ডেন থ্রেড লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা। গতকাল বিকালে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় শ্রমিক বিক্ষোভ হয়। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় আধঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। কয়েক কিলোমিটার এলাকায় সৃষ্টি হয় যানজট। মাওনা হাইওয়ে থানার ওসি কামাল হোসেন বলেন, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।  শ্রমিকরা জানান, গত ২৩ নভেম্বর মেম্বারবাড়ী এলাকায় কারখানার গুদামে ডাকাতি হয়। এ সময় কাঁচামালসহ ২০০ মেশিনপত্র লুট করে ডাকাত দল। কাঁচামাল সংকটে সোমবার সকাল থেকে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে মালিকপক্ষ বিষয়টি শ্রমিকদের জানান। কারখানার উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতার দাবিতে আন্দোলনে নামেন শ্রমিকরা।

সর্বশেষ খবর