পুরনো বগি নিয়ে শীততাপ নিয়ন্ত্রিত কামরা ছাড়াই ২৩৭ দিন পর চালু হলো কাক্সিক্ষত বেনাপোল এক্সপ্রেস ট্রেন। গতকাল সকালে ঢাকা থেকে ছেড়ে আসে বেনাপোল এক্সপ্রেস। বগির মান ও যাত্রীসেবা নিয়ে ক্ষোভে ফুঁসছেন বেনাপোলবাসী। ২০১৯ সালের ১৭ জুলাই ভারতগামী অসুস্থ পাসপোর্ট যাত্রীদের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল এক্সপ্রেস ট্রেন উদ্বোধন করেন। ট্রেনটি ছিল ইন্দোনেশিয়ার তৈরি এবং সম্পূর্ণ নতুন। তখন ট্রেনটিতে দুটি শীততাপ নিয়ন্ত্রিত কামরা, একটি কেবিন ও ছয়টি শোভন চেয়ার বগি ছিল। বর্তমান ট্রেনটি অনেক দিনের পুরনো, নড়বড়ে। একটি শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন থাকলেও সাধারণ যাত্রীদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত কোনো কামরা নেই। করোনার সময় ৫ এপ্রিল বন্ধ হয়ে যায় ট্রেনটি। কভিড-১৯ পরিস্থিতিতে বেনাপোলের সঙ্গে ভারতগামী পাসপোর্ট যাত্রী চলাচল বন্ধ হয়ে যাওয়ায় লোকসানে পড়ে বেনাপোল একপ্রেস। কিছুদিন আগে সরকার সব ধরনের যান চলাচলে বিধিনিষেধ তুলে নিলেও অজ্ঞাত কারণে চালু হয়নি বেনাপোল এক্সপ্রেস। ফলে কষ্ট ও দুর্ভোগ পোহাতেন মেডিকেল ভিসা নিয়ে প্রতিদিন ভারত যাতায়াতকারী প্রায় ১ হাজার পাসপোর্ট যাত্রী। এ ছাড়া সড়কপথের বেহাল দশা ও দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরিঘাটে যানজটের কারণে নানা হয়রানির শিকার হতে হয় যাত্রীদের। বর্তমানে বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতিদিন ভারতে যাচ্ছেন ১ হাজারের অধিক যাত্রী। দেশে ফিরছেন অনুরূপসংখ্যক। যাত্রীর ৯৫ শতাংশ অসুস্থ। বেনাপোল থেকে ঢাকায় যেতে পরিবহনে লাগে ১২-১৪ ঘণ্টা। সেখানে ট্রেনে নির্বিঘ্নে সাড়ে ৭ ঘণ্টায় ঢাকায় পৌঁছানো যায়। বুধবার বিরতি দিয়ে সপ্তাহের বাকি দিনগুলোয় দুপুর পৌনে ১টায় বেনাপোল এবং রাত সাড়ে ১০টায় কমলাপুর ছাড়ে বেনাপোল একপ্রেস। ট্রেনটি দীর্ঘদিন পর বেনাপোল এসে পৌঁছলে স্টেশনে ভিড় জমে। তবে অনেকে বেনাপোল এক্সপ্রেসে সংযুক্ত বগি দেখে ক্ষোভ প্রকাশ করে স্টেশনমাস্টারকে ভর্ৎসনা করেন এবং তার সঙ্গে তর্কে জড়ান। বেনাপোল রেলস্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, ‘বেনাপোল এক্সপ্রেস ট্রেন উদ্বোধনের পর ৮৮৬ জন যাত্রী নিয়ে চলাচল করছিল। ট্রেনটি থেকে শুধু যাত্রীবহন বাবদ গত এক বছরে ১৪০ কোটি টাকা আয় করেছেন রেল কর্তৃপক্ষ।
শিরোনাম
- রাজধানীর বনানীতে গৃহবধূর আত্মহত্যা
- পারিবারিক কলহের জেরে চকবাজারে গৃহবধূর আত্মহত্যা
- ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান : ডা. সায়ন্থ
- জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
- ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
- ‘এই দেশের জনগণ তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়’
- মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ গ্রেফতার ৬ জন
- নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে : মির্জা ফখরুল
- জাতির মুক্তি হয়েছিল এই ৭ নভেম্বর : রিজভী
- অনলাইনে আর্থিক প্রতারণা নিয়ে পুলিশের সতর্কবার্তা
পুরনো বগি নিয়েই ২৩৭ দিন পর চালু বেনাপোল এক্সপ্রেস
বেনাপোল প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর