রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ ককটেল বিস্ফোরণ, আহত ১০

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনির সমিতিরহাট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ হয়েছে। আহত হয়েছেন উভয় পক্ষের ১০ জন। এদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত ৩০ জুলাই মাদারীপুরের কালকিনিতে ঘরে ঢুকে ঘুমন্ত বাবা-ছেলেকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় মিরাজ হোসেন নামে একজনের পা কেটে বিচ্ছিন্ন করে আপাং কাজীর লোকজন। মিরাজের ভাই ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে থানায় মামলা করেন। আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। পুলিশ আসামিদের গ্রেফতারে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এতে ক্ষুব্ধ হয়ে গত ১৪ ডিসেম্বর বাদীর চাচা একই এলাকার তিতাই খানের ছেলে লিয়াকত খানের দুই পা হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে দেয় আসামিরা। এসব ঘটনার পর থেকেই উভয় পক্ষের লোকজনের বিরোধ চলছে। এর জেরে শনিবার ভোর থেকে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সর্বশেষ খবর