সরকারের সহযোগিতায় পাহাড়ে এখন ঘরে ঘরে উদ্যোক্তার জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার। তিনি বলেন, উন্নয়নের জোয়ারে ভাসছে পাহাড়বাসিরা। উন্নত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে ব্যাপক প্রসারিত হয়েছে। পাহাড়ি অঞ্চলে নারী-পুরুষ, তরুণ-তরুণীরা এখন আর বেকার নেই। নিজেরাই আবিষ্কার করছে, নিজেদের অর্থনৈতিক পথ। ই-কমার্সের মাধ্যমে ঘরে বসে ব্যবসা প্রতিষ্ঠান চাঙ্গা করছে এ অঞ্চলে মানুষ। এসব সম্ভব হয়েছে বর্তমান সরকারের ডিজিটার সেবার কারণে। এভারে প্রতিটি অঞ্চলে উদ্যোক্তা তৈরি হলে দেশে একটা সময় সন্ত্রাসী কর্মকান্ড একেবারে বিলুপ্ত হয়ে যাবে। তাই সরকারের এ সফলতাকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। গতকাল বেলা ১১টায় রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে হিলস ই-কমার্স সম্মেলনের প্রধান অতিথি হিসেবে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার এসব কথা বলেন। হিল ই-কমার্স সোসাইটি এডমিন মনিরা পারভীন মনি সভাপতিত্বে এতে রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদুজ্জামান মহসিন রোমান, রাঙামাটি চেম্বার অব কমার্সের সভাপতি মো. আবদুল ওয়াদুদ, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি শাওন ফরিদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ওমর ফারুক উপস্থিত ছিলেন। খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার আরও বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। পার্বত্যাঞ্চলে যেখানে একটা সময় নেটওয়ার্ক কল্পনা করা যেত না, সেখানে অনলাইনে ব্যবসা প্রসারিত করছে পাহাড়ের সন্তানরা। পার্বত্যাঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র কুটির শিল্প দেশে-বিদেশে ব্যাপক সারা জাগিয়েছে।
শিরোনাম
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
রাঙামাটিতে হিলস ই-কমার্স সোসাইটির সম্মেলন
রাঙামাটি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর