সরকারের সহযোগিতায় পাহাড়ে এখন ঘরে ঘরে উদ্যোক্তার জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার। তিনি বলেন, উন্নয়নের জোয়ারে ভাসছে পাহাড়বাসিরা। উন্নত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে ব্যাপক প্রসারিত হয়েছে। পাহাড়ি অঞ্চলে নারী-পুরুষ, তরুণ-তরুণীরা এখন আর বেকার নেই। নিজেরাই আবিষ্কার করছে, নিজেদের অর্থনৈতিক পথ। ই-কমার্সের মাধ্যমে ঘরে বসে ব্যবসা প্রতিষ্ঠান চাঙ্গা করছে এ অঞ্চলে মানুষ। এসব সম্ভব হয়েছে বর্তমান সরকারের ডিজিটার সেবার কারণে। এভারে প্রতিটি অঞ্চলে উদ্যোক্তা তৈরি হলে দেশে একটা সময় সন্ত্রাসী কর্মকান্ড একেবারে বিলুপ্ত হয়ে যাবে। তাই সরকারের এ সফলতাকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। গতকাল বেলা ১১টায় রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে হিলস ই-কমার্স সম্মেলনের প্রধান অতিথি হিসেবে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার এসব কথা বলেন। হিল ই-কমার্স সোসাইটি এডমিন মনিরা পারভীন মনি সভাপতিত্বে এতে রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদুজ্জামান মহসিন রোমান, রাঙামাটি চেম্বার অব কমার্সের সভাপতি মো. আবদুল ওয়াদুদ, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি শাওন ফরিদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ওমর ফারুক উপস্থিত ছিলেন। খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার আরও বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। পার্বত্যাঞ্চলে যেখানে একটা সময় নেটওয়ার্ক কল্পনা করা যেত না, সেখানে অনলাইনে ব্যবসা প্রসারিত করছে পাহাড়ের সন্তানরা। পার্বত্যাঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র কুটির শিল্প দেশে-বিদেশে ব্যাপক সারা জাগিয়েছে।
শিরোনাম
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
রাঙামাটিতে হিলস ই-কমার্স সোসাইটির সম্মেলন
রাঙামাটি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর