সরকারের সহযোগিতায় পাহাড়ে এখন ঘরে ঘরে উদ্যোক্তার জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার। তিনি বলেন, উন্নয়নের জোয়ারে ভাসছে পাহাড়বাসিরা। উন্নত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে ব্যাপক প্রসারিত হয়েছে। পাহাড়ি অঞ্চলে নারী-পুরুষ, তরুণ-তরুণীরা এখন আর বেকার নেই। নিজেরাই আবিষ্কার করছে, নিজেদের অর্থনৈতিক পথ। ই-কমার্সের মাধ্যমে ঘরে বসে ব্যবসা প্রতিষ্ঠান চাঙ্গা করছে এ অঞ্চলে মানুষ। এসব সম্ভব হয়েছে বর্তমান সরকারের ডিজিটার সেবার কারণে। এভারে প্রতিটি অঞ্চলে উদ্যোক্তা তৈরি হলে দেশে একটা সময় সন্ত্রাসী কর্মকান্ড একেবারে বিলুপ্ত হয়ে যাবে। তাই সরকারের এ সফলতাকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। গতকাল বেলা ১১টায় রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে হিলস ই-কমার্স সম্মেলনের প্রধান অতিথি হিসেবে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার এসব কথা বলেন। হিল ই-কমার্স সোসাইটি এডমিন মনিরা পারভীন মনি সভাপতিত্বে এতে রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদুজ্জামান মহসিন রোমান, রাঙামাটি চেম্বার অব কমার্সের সভাপতি মো. আবদুল ওয়াদুদ, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি শাওন ফরিদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ওমর ফারুক উপস্থিত ছিলেন। খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার আরও বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। পার্বত্যাঞ্চলে যেখানে একটা সময় নেটওয়ার্ক কল্পনা করা যেত না, সেখানে অনলাইনে ব্যবসা প্রসারিত করছে পাহাড়ের সন্তানরা। পার্বত্যাঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র কুটির শিল্প দেশে-বিদেশে ব্যাপক সারা জাগিয়েছে।
শিরোনাম
- তুরস্কের ড্রোন ব্যবহার করছে পাকিস্তান, দাবি ভারতের
- এক সপ্তাহের জন্য স্থগিত আইপিএল
- ভারতের ৩৬ স্থানে ৪০০ ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি দিল্লির
- রোহিতের পর এবার টেস্ট থেকে অবসরের পথে কোহলি!
- বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই
- পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাত : ভারতীয় শেয়ারের দাম কমেছে ৮৩ বিলিয়ন ডলার
- পরমাণু অস্ত্র নিয়ন্ত্রক কমিটির সভা ডেকেছেন শেহবাজ শরিফ
- ভারতের পাঁচ বিমানঘাঁটিতে হামলার দাবি পাকিস্তানের
- সাংবাদিকতার স্বাধীনতা ছাড়া আইনের শাসন থাকবে না: আইন উপদেষ্টা
- সাইবার হামলায় ভারতের ৭০ শতাংশ বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা অচল
- পাকিস্তানের গোলায় ভারতীয় কর্মকর্তার মৃত্যু
- ভারতের এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উড়িয়ে দিল পাকিস্তান
- পাল্টা হামলা: ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংসের দাবি পাকিস্তানের
- সৌদি পৌঁছেছেন ৩৭১১৫ হজযাত্রী
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১০ মে)
- পাকিস্তানের ড্রোন হামলায় ভারতের পাঞ্জাবে আহত ৩
- ভাঙ্গায় জাহানাবাদ এক্সপ্রেস লাইনচ্যুত
- বাংলাদেশের চারটি টিভির ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত
- নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মা ও শিশু নিহত, আহত ২
- জেল থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
রাঙামাটিতে হিলস ই-কমার্স সোসাইটির সম্মেলন
রাঙামাটি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর