বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ড্রেনের পানি সড়ক-মার্কেটে ভোগান্তিতে পৌরবাসী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ড্রেনের পানি সড়ক-মার্কেটে ভোগান্তিতে পৌরবাসী

ড্রেনের পানি উপচে সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা -বাংলাদেশ প্রতিদিন

এক মাসেরও বেশি সময় ধরে চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরের পুরাতন স্টেডিয়াম এবং নিউমার্কেটের সামনের রাস্তাটি ড্রেনের উপচে পড়া নোংরা পানিতে সয়লাব হয়ে পড়ে রয়েছে। এতে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন শহরবাসীসহ ওই পথে চলাচলকারী মানুষজন। স্থানীয় ব্যবসায়ী এবং পুরাতন স্টেডিয়াম ও নিউমার্কেটের সামনের রাস্তা দিয়ে চলাচলকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, পুরাতন স্টেডিয়ামের পূর্বপাশে থাকা ড্রেনটিতে মাটি ও ময়লা-আবর্জনা ফেলায় ভরাট হয়ে গেছে। ফলে নিউমার্কেট, মাছবাজার, কাঁচাবাজার এলাকার পানি এ ড্রেন দিয়ে বের হতে পারছে না। এ কারণে ড্রেন উপচে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, স্টেডিয়ামের পাশ দিয়ে যাওয়া ড্রেনটি বিসিকের আয়োজনে চলা হস্ত ও কুটির শিল্প মেলা সংস্কারের ভরাট মাটিতে বন্ধ হয়ে যায়। ফলে স্টেডিয়ামের সামনে ড্রেন উপচে স্টেডিয়াম গেট ও সামনের রাস্তায় ময়লা পানি জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। ব্যস্ত এ রাস্তা দিয়ে প্রতিদিন বাজার করতে আসাসহ অফিস, স্কুল-কলেজগামী ছাত্রছাত্রীরা পড়েছেন মারাত্মক ভোগান্তিতে। এ বিষয়ে নবনির্বাচিত পৌর মেয়র মো. মোখলেসুর রহমান জানান, স্টেডিয়ামের পাশ দিয়ে যাওয়া ড্রেনটি বন্ধ করে দেওয়ায় নতুন করে ড্রেন নির্মাণ করতে হবে। এ জন্য প্রায় ২৪ লাখ টাকার প্রকল্প নেওয়া হয়েছে। এখনো সরকারি বরাদ্দ না হওয়ায় ড্রেন নির্মাণ কাজ শুরু করা যায়নি। তবে দ্রুতই নতুন ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

 

 

সর্বশেষ খবর