রবিবার, ২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

পুলিশ সদস্যসহ সাতজন নিহত

প্রতিদিন ডেস্ক

পুলিশ সদস্যসহ সাতজন নিহত

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ সাতজন নিহত হয়েছেন। শুক্রবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-

বরিশাল : লেবুখালীর পায়রা সেতুর টোল প্লাজায় গতকাল দুপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। নিহত শাখাওয়াত মৃধা বরিশাল সদর উপজেলার বন্দর থানার হিজলতলার বাসিন্দা। এদিকে ভোরে গৌরনদীর আশোকাঠি ফিলিং স্টেশন এলাকায় ট্রাক-নসিমন সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত শহিদুল খান উজিরপুর উপজেলার বাসিন্দা।

রংপুর : তারাগঞ্জের বালাপাড়া-বরাতি মোড়ে শুক্রবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে নৈশকোচ খাদে পড়ে ছাবেদ আলী (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের পাঁচ যাত্রী। ছাবেদ উপজেলার অনন্তপুর গ্রামের বাসিন্দা।

কুমিল্লা : বুড়িচং উপজেলার কাবিলায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত জসিম উদ্দিন (৪৩) উপজেলার মোকাম গ্রামের ইউসুফ আলীর ছেলে।

বাগেরহাট : মোংলা উপজেলায় ইজিবাইকের মোটরে ওড়না পেঁচিয়ে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার বাতে মোংলা পোর্ট পৌরসভার হাজীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মরিয়ম আক্তার (০৯)। মরিয়ম উপজেলার সোনাইলতলা ইউনিয়নের চাপড়া গ্রামের আসিফ গোলদারের মেয়ে।

কেরানীগঞ্জ (ঢাকা) : দক্ষিণ কেরানীগঞ্জের রুহিতপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আমিনুল ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নড়াইল : সদর উপজেলার তুলারামপুরে নড়াইল-যশোর সড়কে শুক্রবার রাতে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় শতদল হাওলাদার (৩০) নামে এক শ্রমিক নিহত ও দুজন আহত হয়েছেন। শতদল উপজেলার মুলিয়া ইউনিয়নের দুর্বাজুড়ি গ্রামের বাসিন্দা।

সর্বশেষ খবর