রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

কবজি কাটার ঘটনায় ইউপি চেয়ারম্যানকে আসামি করে মামলা

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে যুবলীগকর্মী নাদিম খানকে কুপিয়ে হাতের কবজি কেটে ফেলার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় ইউপি চেয়ারম্যান, উপজেলা ভাইস-চেয়ারম্যানসহ ৩২ জনকে আসামি করা হয়। নাদিম খানের ফুপু তামান্না বাদী হয়ে শুক্রবার রাতে পিরোজপুর সদর থানায় এ মামলা করেন। মামলায় কদমতলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শিহাব হোসেন, তার ছোট ভাই ফারুক হোসেন, ভাইয়ের ছেলে পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েজীদ হোসেনসহ ৩২ জনকে নামীয় করে এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। জানা যায়, গত বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কদমতলা ইউনিয়নে যুবলীগকর্মী নাদিম খানকে কুপিয়ে হাতের কবজি কেটে ফেলে প্রতিপক্ষরা। আহত অবস্থায় নাদিমকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। পরে আশঙ্কাজনক অবস্থায় নাদিমকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

 আহত যুবলীগকর্মী নাদিম খান সদর উপজেলার তেজদাসকাঠি এলাকার নজরুল ইসলাম খানের পুত্র।  পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন  জানান, কবজি কাটার ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে।

সর্বশেষ খবর