রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

৫০০ কৃষক পেলেন ভুট্টার বীজ

নাটোর প্রতিনিধি

ভুট্টার ফলন বাড়াতে নাটোর সদর উপজেলার ৫০০ কৃষককে বিনামূল্যে দেওয়া হচ্ছে উচ্চ ফলনশীল ভুট্টার বীজ। গতকাল সকালে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় চত্বরে ৫০ জন কৃষকের হাতে ভুট্টার বীজ তুলে দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মাহমুদুল ফারুক। এ সময় সদর উপজেলা কৃষি অফিসার মেহেদুল ইসলাম প্রমুখ।

বায়ার ফর বাংলাদেশ এর টেরিটরি এক্সিকিউটিভ অফিসার ওবাইদুর রহমান। বায়ার ফর বাংলাদেশ নামে একটি বীজ কো¤পানি ২ কেজি করে ৫০০জন কৃষককে এই বীজ তুলে দেন। হাইব্রিড এ ভুট্টাবীজ অধিক ফলনের পাশাপাশি সমআকৃতির হবে।

 

সর্বশেষ খবর