সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়ায় র্যাব-১২ সদস্যরা পৃথক অভিযান চালিয়ে হেরোইন, ইয়াবা ও ফেনসিডিলসহ সাত মাদক বিক্রেতাকে আটক করেছে। গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ এর স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর এম রিফাত-বিন-আসাদ। আটকরা হলো- কাওছারুজ্জামান, আক্তারুজ্জামান, সাইফুল, সজল, ওসমান, আল আমিন এবং আসাদুল।
র্যাব-১২ এর স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর এম রিফাত-বিন-আসাদ জানান, বৃহস্পতিবার গভীর রাতে শাহজাদপুরের তালগাছি বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫৮৪টি ইয়াবাসহ ওসমান গণি, আল আমিন ও আলম হোসেন নামে তিন মাদক বিক্রেতাকে আটক করা হয়। এর আগে একই রাতে উল্লাপাড়া এলাকার ঝিকিড়া দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে হেরোইন ও ফেনসিডিলসহ কাওছারুজ্জামান, আক্তারুজ্জামান, সাইফুল ও সজল নামের চার মাদক বিক্রেতাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ গ্রাম হেরোইন ও এক বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় শাহজাদপুর ও উল্লাপাড়া থানায় পৃথক দুটি মামলা হয়েছে।