মাদারীপুরের কবিরাজপুরে দুই বছর আগে মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) এর ভবন নির্মাণের কাজ শেষ হলেও এখনো কার্যক্রম শুরু হয়নি। নানা ধরনের প্রশাসনিক জটিলতায় ভবনগুলোতে পাঠদান কার্যক্রম শুরু হচ্ছে না। এতে এ অঞ্চলের শিক্ষার্থীদের দক্ষ মেডিকেল অ্যাসিসটেন্ট হিসেবে তৈরি করা সম্ভব হচ্ছে না। স্থানীয়রা বলছেন, এ ম্যাটসটি চালু হলে দেশের স্বাস্থ্য শিক্ষা ও সেবা দেওয়ায় বড় ধরনের ভূমিকা রাখবে। তবে কর্তৃপক্ষ বলছে, ম্যাটসটি চালু করার জন্য তারা উদ্যোগ গ্রহণ করেছেন। মাদারীপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর থেকে জানা গেছে, ২০১৬ সালের ১৬ নভেম্বর রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের শোলপুর গ্রামে তিন একর জমির ওপরে ১৭ কোটি ৫০ লাখ ৯০ হাজার ৩৯৯ টাকা খরচে দেশের দক্ষ মেডিকেল অ্যাসিসটেন্ট তৈরি করার জন্য মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) নির্মাণ কাজ শুরু হয়। ঢাকার মোহাম্মদপুর ঠিকানার বিবিএল অ্যান্ড ঈশান ইঞ্জিনিয়ারিং কোং লিঃ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করে। তাদের অধীনে একটি একাডেমিক ভবন, দুইটি হোস্টেল, একটি অধ্যক্ষের বাসভবন, দুইটি স্টাফ কোয়ার্টার, একটি গ্যারেজ কাম ড্রাইভার কোয়ার্টার, একটি সাবস্টেশন ২০১৮ সালের ২০ আগস্ট শেষ করে। পরবর্তীতে আবার ৮ কোটি ৯৫ লাখ ৯৭ হাজার টাকা খরচে এভারেস্ট ইন্টারন্যাশনাল ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর একটি বালক হোস্টেল নির্মাণ করার কাজ শুরু করে। যা চলতি বছর শেষ করে। কিন্তু নির্মাণের দুই বছর পেরিয়ে গেলেও এখনো প্রয়োজনীয় জনবল নিয়োগ করে কর্তৃপক্ষ ম্যাটসের শিক্ষা কার্যক্রম শুরু করতে পারেনি। এতে মাদারীপুরসহ এ অঞ্চলের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বিষয়ে পড়াশোনা করতে আগ্রহী শিক্ষার্থীরা দক্ষ জনবল ক্যারিয়ার গড়তে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি ভবনগুলোতে কোনো কার্যক্রম না থাকায় মাদকসেবীদের নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। তাই দ্রুত এটি চালু করার দাবি স্থানীয়দের। স্থানীয় বাসিন্দা শাওন করিম বলেন, ভবনগুলো ভূতের বাড়ির মতো দাঁড়িয়ে আছে। কোনো কাজে আসছে না। উল্টো মাদকসেবীরা এটাকে নিরাপদ আশ্রয় মনে করে। এখানে বসে মাদকের আড্ডা। আমরা চাই দ্রুত এর শিক্ষা কার্যক্রম শুরু হোক। আরেক বাসিন্দা রিফাত হোসেন সুজন বলেন, কোনো পরিকল্পনা না করে আগেই ভবন তৈরি করা হয়েছে। শিক্ষা কার্যক্রম কবে শুরু হবে কেউ জানে না। এ বিষয়ে মাদারীপুর সিভিল সার্জন ডা. মুনীর আহমেদ খান জানান, কবিরাজপুরের ম্যাটসটির কার্যক্রম আমরা শুরু করার উদ্যোগ গ্রহণ করেছি। তবে বিষয়টি তো আমার একার হাতে নেই। অনেক দফতর এখানে জড়িত। চাইলেই আমি শুরু করে দিতে পারি না। তবে ২০২২ সালের মধ্যে চালু করা যায় কি না সে চেষ্টা করব।
শিরোনাম
                        - মনোনয়ন পেয়ে যে বার্তা দিলেন ইশরাক
 - ১১ নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ বন্ধের হুমকি আদানি পাওয়ারের
 - আবু সাঈদ হত্যা : সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণ আবারও পেছাল
 - ট্রাম্প-সৌদি যুবরাজ বৈঠক ১৮ নভেম্বর
 - যে জেলার কোনও আসনেই প্রার্থী দেয়নি বিএনপি
 - মেক্সিকোতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ১৩
 - সূচক বেড়ে পুঁজিবাজারে চলছে লেনদেন
 - সাইফার্ট ছিটকে যাওয়ায় সুযোগ পেলেন মিচেল
 - সাগর জাহানের নতুন ধারাবাহিক ‘বিদেশ ফেরত’
 - যে কারণে ৭৫ শতাংশ ভারতীয় শিক্ষার্থীর ভিসা আবেদন বাতিল কানাডার
 - নারী ক্রিকেটারদের বেতন বাড়াল বিসিবি
 - তুষারধসে নেপালে বিদেশি পর্বতারোহীসহ সাতজনের মৃত্যু
 - উত্তর কোরিয়ায় কিম পরিবারের বিশ্বস্ত সংসদপ্রধানের মৃত্যু
 - নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা এনসিপির
 - আজ ঢাকার বাতাসের মান কেমন?
 - রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
 - চাঁদপুরের পাঁচ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
 - ফরিদপুর-৪ আসনে বাবুলের মনোনয়ন, ঐক্যবদ্ধ থাকার আহ্বান
 - লক্ষ্মীপুরে ধানের শীষ পেলেন খায়ের-এ্যানি
 - শরীয়তপুরে তিন আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা
 
খবর নেই শিক্ষা কার্যক্রম শুরুর
পড়ে আছে ২৫ কোটি টাকার ভবন
                        
                        
                                                     বেলাল রিজভী, মাদারীপুর
                        
                        
                    
                                        
                        
                            
                            প্রিন্ট ভার্সন
                        
                    
                                                            
                    
                        এই বিভাগের আরও খবর
                    
                    
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                                                                                        
                                        
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                                    
                                                            
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                                                                                                
                                        
    
                                                                                                                                                                                                                                            
                                                    
                                
  
                            
                        
                                                                            
                                            
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        
                                    
                                                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                            
                                            
                            
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                        
                                    
            
                        
                            সর্বশেষ খবর