ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কৃষিপ্রধান একটি ইউনিয়ন আলগী। এ ইউনিয়নের ভিতর দিয়ে একটি খাল বয়ে গেছে। খালটি কুমার নদের একটি শাখা খাল। প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ এ খালের তালকান্দা ও ছোট খারদিয়া গ্রামটি খালের পূর্ব ও পশ্চিম প্রান্তে অবস্থিত। দীর্ঘদিন এ দুটি গ্রামের সংযোগস্থলে খালে খেয়া নৌকার প্রচলন ছিল। ২০০৫ সাল পর্যন্ত ওই দুই গ্রামসহ আশপাশের ১০/১৫টি গ্রামের লোকজন এখান দিয়ে খেয়া পার হয়ে ভাঙ্গা উপজেলা শহরসহ আশপাশের হাটবাজার, স্কুল-কলেজে যাতায়াত করত। ২০০৫-এর পর খালের ওপর বাঁশের সাঁকো তৈরি করেন এলাকাবাসী। পরে সেতুটি এলাকার একমাত্র ভরসা হিসেবে গণ্য হয়। এলাকাবাসী সেতুর ওপর নির্ভরশীল হয়ে পড়েন। গত কয়েক বছর ধরে এ খালে ছিল বাঁশের সেতু। সেটিও গত বছর ভেঙে যায়। এরপর এলাকাবাসীর দুর্ভোগ বেড়ে যায়। অবশেষে বাঁশের সেতু নির্মিত হওয়ায় এলাকাবাসী খুশিতে আত্মহারা। এখন ওই এলাকায় একটি পাকা সেতু নির্মাণের দাবি করছেন তারা। গতকার বেলা ১১টার দিকে সরেজমিন সেতু এলাকায় গিয়ে দেখা যায়, কুমার নদের শাখা খালের পশ্চিম পাশে আলগী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছোট খারদিয়া গ্রাম। পূর্ব পাশে তালকান্দা গ্রাম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড। এই দুই ওয়ার্ডের সংযোগ সড়কে খালের ওপর ৫ ফুট চওড়া এ সেতুটি নির্মিত। এলাকাবাসী জানান, এ খাল পার হয়ে আলগী ইউনিয়নের ছোট খারদিয়া, মানিকদী, নগরমানিকদী, ভরমানিকদী, বালিয়া, সুকনি, বিদ্যানন্দী গ্রামের লোকজন ভাঙ্গা উপজেলা শহরে যাতায়াত করে থাকেন। প্রতিদিন শত শত লোক এ খাল পার হন। ছোট খারদিয়া গ্রামের বাসিন্দা লিটন মিয়া (৪৫) জানান, আমাদের গ্রামের অধিকাংশ লোকের জমি খালের ওপারে তালকান্দা গ্রামের মাঠে। আমাদের দিনে বেশ কয়েকবার এ খাল পার হতে হয়। এ খাল পার হয়েই বাজারঘাট করতে হয়। কাঠের সেতুতে আমরা অনেক খুশি। ভাঙ্গার পীরেরচর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী রাবেয়া আক্তার বলেন, এ সেতু হওয়ায় আমরা অনেক খুশি। আগে ২ কিলোমিটার বেশি ঘুরে আমাদের বিদ্যালয়ে যেতে হতো। এখন স্বাচ্ছন্দ্যে খাল পার হয়ে বিদ্যালয়ে যেতে পারছি। আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. ছিদ্দিক মিয়া বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েই নিজস্ব অর্থায়নে এ সেতুটি নির্মাণ করি। ভবিষ্যতে একটি পাকা সেতু নির্মাণের চেষ্টা করব।
শিরোনাম
- হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে করণীয়
- টেস্ট অবসর নিয়ে অনড় কোহলি, চাপে বিসিসিআই
- আওয়ামী লীগ নিষিদ্ধকরণ প্রক্রিয়া যেন দ্রুত হয়: এ্যানি
- তীব্র গরমে অতিষ্ঠ বেনাপোলের জনজীবন
- নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় খুশি ছাত্র-জনতা’
- শ্রীলঙ্কায় তীর্থযাত্রীদের বাস খাদে, নিহত ২১
- ২৫ মে পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিকদের কর্মবিরতি
- অভয়নগরে বসুন্ধরা শুভসংঘের ফ্রি মেডিক্যাল ক্যাম্প
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া দেশের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত’
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল
- গরমে শরীরচর্চায় খেয়াল রাখবেন যেসব বিষয়
- শ্রীপুরে ছুরিকাঘাতে আহতে যুবকের মৃত্যু, তিন বাড়িতে আগুন
- বছরের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে ঢাকা, জনজীবন দুর্বিষহ
- গরমে প্রাণ জুড়াবে আনারসের পানীয়
- কুষ্টিয়ায় চিকিৎসা ব্যয় কমানোর দাবিতে মানববন্ধন
- প্রধানমন্ত্রীর দুই মেয়াদ শুধু সমাধান না : আসিফ নজরুল
- গরমে দীর্ঘক্ষণ এসিতে থাকলে হতে পারে বিপদ
- প্রাথমিকে দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক দবগুড়ার মোস্তফা কামাল
- জাবি শিক্ষার্থীদের হেপাটাইটিস 'বি' ভ্যাকসিন প্রদানের উদ্যোগ
বাঁশের সেতুই ভরসা
অজয় দাস, ভাঙ্গা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর