মাগুরা শহরের ফাতেমা কমিউনিটি সেন্টারে গতকাল দুপুরে বসুন্ধরা সিমেন্ট হালখাতা অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন এলাকার ৩০ জন খুচরা ব্যবসায়ী হালখাতায় অংশ নেন। বসুন্ধরা সিমেন্টের মাগুরার পরিবেশক ইমদাদুল হকের সভাপতিত্বে হালখাতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপ সিমেন্ট সেক্টরের ডেপুটি জেনারেল ম্যানেজার পলাশ আক্তার। বিশেষ অতিথি ছিলেন সিমেন্ট সেক্টরের কুষ্টিয়া ডিভিশনের ডেপুটি সেলস ম্যানেজার জাফরুল ইসলাম। বক্তব্য রাখেন মোহাম্মদ আমিনুর ইসলাম, মোহাম্মদ কামরুজ্জামান, আশরাফুল ইসলাম, রেজাউল ইসলাম। অনুষ্ঠানে বসুন্ধরা সিমেন্টের সর্বোচ্চ বিক্রেতা পাঁচজনকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া উপস্থিত প্রত্যেককে দেওয়া হয় শুভেচ্ছা উপহার। হালখাতা অনুষ্ঠানে বক্তারা জানান, বসুন্ধরা সিমেন্ট মান বজায় রাখার ক্ষেত্রে কোনো আপস করে না। এ কারণে বাজারে অনেক সিমেন্টের তুলনায় এর দাম একটু বেশি হলেও বিক্রির দিক থেকে শীর্ষে রয়েছে। বসুন্ধরা সিমেন্ট পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা সেতুতে ব্যবহৃত হয়ে ঐতিহ্যের স্বাক্ষর রেখেছে। এ ছাড়া ঢাকা মেট্রোরেল পথে এই সিমেন্ট এককভাবে ব্যবহৃত হয়ে মানের দিক থেকে প্রশংসা কুড়িয়েছে।