২৫০ জনকে বিনামূল্যে চিকিৎসা
নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার সভানেত্রী ও সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের স্ত্রী লিপি ওসমানের উদ্যোগে ২৫০ জন নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল সকালে ওসমানী স্টেডিয়ামে ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়। যারা চিকিৎসাসেবা নিয়েছেন তাদের মধ্যে ২৩০ জনকে প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়েছে। ফজলুর রহমান খান ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা দিয়েছেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের সার্জারি কনসালট্যান্ট ডা. ফাইম চৌধুরী, ডা. মোহাম্মদ আবু বকর শুভ, মেহনাজ আক্তার নিঝুম প্রমুখ। -নারায়ণগঞ্জ প্রতিনিধি
ভোজ্য তেলের আমদানি কমাতে সরিষায় গুরুত্ব দেওয়ার আহ্বান
ভোজ্য তেলের আমদানিনির্ভরতা কমাতে হলে সরিষা চাষে গুরুত্ব দিতে হবে। কুমিল্লার বুড়িচং উপজেলার এতবারপুরে গতকাল মাঠ দিবসে ভার্চুয়ালি সভায় এ কথা বলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। তিনি বলেন, দূষিত তেলের কারণে হৃদরোগ, ডায়বেটিস ও গ্যাসট্রিকসহ বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত হচ্ছেন। প্রতিকূলতা সহনশীল ও উচ্চ ফলনশীল বিনা সরিষা-৪ সম্প্রসারণের লক্ষ্যে আয়োজিত মাঠ দিবসের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিনা কুমিল্লার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আশিকুর রহমান। -কুমিল্লা প্রতিনিধি
কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের রমিজ উদ্দিন (৫৩) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় গতকাল সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। নিহত রমিজ দোহারের নয়াডাঙ্গী গ্রামের সকিমউদ্দিনের ছেলে। কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষচন্দ্র জানান, দোহার থানার এক মামলায় রমিজ উদ্দিনের পাঁচ বছর সাজা হয়েছিল। তিনি অ্যাজমা রোগে ভুগছিলেন। গতকাল সকালে তার স্বাস্থ্যের অবনতি হলে অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়। -কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি