সোমবার, ২৮ মার্চ, ২০২২ ০০:০০ টা

আখাউড়ায় ভারতীয় কাপড় জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্টে লাগেজ পার্টির প্রায় ৭ লাখ টাকার ভারতীয় কাপর জব্দ করেছেন আখাউড়া কাস্টমস কর্তৃপক্ষ। গতকাল বিকালে ভারতের ত্রিপুরার আগরতলা-আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে হয়ে আসা বাংলাদেশি পাসপোর্টধারী চার নাগরিকের কাছ থেকে বিভিন্ন প্রকার ১ হাজার ৪৭০ পিস কাপড় জব্দ করা হয়। বাংলাদেশি ওই নাগরিকরা হলেন- চট্টগ্রামের সাদ্দাম হোসেন, শওকত ওসনান, খোরশেদুল আলম ও মোহাম্মদ ইমতিয়াজ। কাপড়গুলো চট্টগ্রাম নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। জানা যায়,  বিকালে চার যুবক ১২টি বড় বড় ব্যাগ নিয়ে ইমিগ্রেশনে প্রবেশ করে। ইমিগ্রেশন শেষ করেও তারা কাস্টমসে না এসে শুল্ক ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে বিকল্প পথে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। গোপন সংবাদে জানতে পেরে কাস্টমস গোয়েন্দা নজরদারি করে তাদের কাস্টমস অফিসে নিয়ে আসে। পরে তাদের সঙ্গে থাকা ১২টি ব্যাগে বিভিন্ন ধরনের ১ হাজার ৪৭০ পিস কাপর পাওয়া যায়। এগুলার মধ্যে থ্রি-পিস, পাঞ্জাবি, টি-শার্ট, ওড়না, জিন্স প্যান্ট, শাড়ি, শার্ট, পায়জামা ইত্যাদি রয়েছে।

সর্বশেষ খবর