সোমবার, ২৮ মার্চ, ২০২২ ০০:০০ টা

সংক্ষিপ্ত

ট্রেনের ধাক্কায় দুই অটোযাত্রীর মৃত্যু

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার আমুলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ী গ্রামের অটোচালক জাহিদুল ইসলাম (২৮) ও যাত্রী একই এলাকার আনেহলা বাদশা মিয়া (৪৫)।  -টাঙ্গাইল প্রতিনিধি

নারায়ণগঞ্জ-চাঁদপুর রুটে নতুন লঞ্চ

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় বন্ধ থাকার কয়েকদিন পর নারায়ণগঞ্জ-চাঁদপুর রুটে একটি পরিবহন চালু করা হয়েছে। এর আগে এই রুটে সি-ট্রাক চালু করা হয়েছে। বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা বাবু লাল বৈদ্য জানান, নারায়ণগঞ্জ-চাঁদপুর রুটে এমভি নিউ আরিফ নামের একটি বৃহদাকার লঞ্চ চালু করা হয়েছে। লঞ্চটি সকাল সাড়ে ৭টায় চাঁদপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। দুপুর দেড়টায় লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের   উদ্দেশ্যে ছেড়ে যায়। -নারায়ণগঞ্জ প্রতিনিধি

ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

কিশোরগঞ্জের বাজিতপুরে গতকাল ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত রাকিব (১৭) উপজেলার পুরানগাঁও গ্রামের আবুল কাশেমের ছেলে। পুলিশ জানায়, পারিবারিক বিষয় নিয়ে রাকিবের সঙ্গে তার ছোট ভাই জাকিরের (১৫) কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে জাকির বড় ভাই রাকিবকে ছুরিকাঘাত করলে তার মৃত্যু হয়। বাজিতপুর থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। -কিশোরগঞ্জ প্রতিনিধি

টিসিবি পণ্য কালোবাজারে বিক্রি কাউন্সিলরের বিরুদ্ধে মানববন্ধন

টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের ৩৫নং ওয়ার্ডের কাউন্সিলর আবদুল্লাহ আল-মামুন মন্ডলের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিটি করপোরেশনের ৩৫নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। -গাজীপুর প্রতিনিধি

ঘরে আগুন দেওয়ার অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজারের গহরদীতে পূর্ব শক্রতার জেরে বসত ঘর ও খড়ের গাদায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ইয়াছিন গতকাল বিকালে আড়াইহাজার থানায় মামলা করেন। মামলা সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে শিকারী বাড়ির ইয়াছিনের বসত ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান জানান, মামলা হয়েছে। তদন্ত করে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। -আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর