সোমবার, ২৮ মার্চ, ২০২২ ০০:০০ টা

সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি

পঞ্চগড় প্রতিনিধি

বিশ্বনাট্য দিবসে পঞ্চগড়ে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য মানববন্ধন করেছে জেলার সাংস্কৃতিক কর্মীরা। গতকাল দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে সরকারি অডিটরিয়ামের নাটকপাড়া থেকে বিশ্বনাট্য দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেন তারা। নাট্যদল ভূমিজ এই মানববন্ধনের আয়োজন করে। উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়াবুর রহমান, বেসরকারি সংস্থা পরস্পরেরর নির্বাহী পরিচালক আক্তারুন্নাহার সাকি, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল প্রমুখ। বক্তারা বলেন, দেশে এখনো সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি। ভৌগোলিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যগত দিক থেকে পঞ্চগড় অত্যন্ত সমৃদ্ধ অঞ্চল।

সর্বশেষ খবর