মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

পক্ষ না নেওয়ায় মারধর লুটপাটে মামলা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় ইউপি নির্বাচনে পক্ষ না করার জেরে তিন সন্তানের জননী বিধবা মহিলার ভাতের হোটেল ভাঙচুর, মারধর ও লুটপাটের ঘটনা ঘটেছে। রবিবার শেষ বিকালে উপজেলার দক্ষিণ চরবিশ্বাস গ্রামে এ ঘটনা ঘটে। এতে ওই গ্রামের মৃত জাকির চৌকিদারের স্ত্রী ভুক্তভোগী ইয়াসমিন বেগম (৪০) ও তার বড় ছেলে মো. সায়েম (১৮) গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় রবিবার রাতে ইয়াসমিন বেগম বাদী হয়ে বর্তমান ইউপি সদস্য মো. তোফাজ্জেল আকনকে (৫০) প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১২ জনের বিরুদ্ধে গলাচিপা মামলা করেন। মামলা সূত্রে জানা যায়, রবিবার বিকাল ৫টার দিকে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরবিশ্বাস গ্রামে আমগাছিয়া স্লুইচগেট সংলগ্ন বিধবা ইয়াসমিন বেগমের ভাতের হোটেলে ভাঙচুর, মারধর ও লুটপাটের ঘটনা ঘটে।

সর্বশেষ খবর