রাজবাড়ীতে ধানের চাতালের বয়লার বিস্ফোরণে ইসমাইল শিকদার (২২) নামে এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। নিহত ইসমাইল হোসেন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দক্ষিণ দৌলতদিয়া গ্রামের ফেলু শিকদারের ছেলে। গতকাল সকালে সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামে আ. ছাত্তার মল্লিকের ধান সিদ্ধ করার চাতালে এ দুর্ঘটনা ঘটে। নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে চালাতে শ্রমিকেরা ধান সিদ্ধ করার কাজ করছিলেন। হঠাৎ করে চাতালে বয়লার বিস্ফোরণ ঘটে। এতে বয়লারের ফুটন্ত গরম পানিতে ঝলসে ঘটনাস্থলেই ইসমাইল মারা যান। এ ঘটনায় কুদ্দুস ও ভোলো বেগম গুরুতর দগ্ধ হয়। তাদেরকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত অন্য এক ব্যক্তির পরিচয় জানা যায়নি। রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দীন বলেন, ধানের চাতালের বয়লার বিস্ফোরণে ইসমাইল নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন দগ্ধ হয়েছেন।
 
                         
                                     
                                                             
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        