শিরোনাম
মঙ্গলবার, ১০ মে, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

দ্রব্যমূল্য কমানোর দাবি

মাগুরা প্রতিনিধি

দ্রব্যমূল্য কমানোর দাবি

মাগুরায় চাল-ডালসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে গণকমিটি। গতকাল সকালে প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ শেষে প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রকৌশলী শম্পা বসু, কাজী নজরুল ইসিলাম ফিরোজ, এটিএম মহবত আলী প্রমুখ। এ সময় জেলা গণকমিটির আহ্বায়ক কাজী ফিরোজ বলেন, ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে বাজারে সয়াবিন তেলের দাম বৃদ্ধি করায় ক্রয়ক্ষমতা সাধারণ মানুষের বাইরে। যেখানে মানুষের আয় সীমিত, সেখানে নিত্যপণ্যের দাম বেশি হওয়ায় দুর্ভোগে পড়ছে সাধারণ খেটে খাওয়া মানুষ। এ সময় তিনি সরকারকে দ্রুত নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনার দাবি জানান।

 

সর্বশেষ খবর