রাজশাহীর পবা উপজেলায় গতকাল দুই মোটরসাইকেলের সংঘর্ষের পর ট্রাক্টরের নিচে চাপা পড়ে স্বামী-স্ত্রী ও সন্তানসহ চারজনের মৃত্যু হয়েছে। একই দিন বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত এক সেনাসদস্য ও কলেজ ছাত্রসহ নিহত হয়েছেন আরও পাঁচজন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- রাজশাহী : গতকাল সকালে পবা উপজেলার নওহাটা এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষের পর ট্রাক্টর চাপায় নিহতরা হলেন- নওগাঁর মান্দা উপজেলার আবদুল মান্নান (৪৮) এবং নিয়ামতপুর উপজেলার চন্ডীপুরের আক্তার হোসেন (৪৫), তার স্ত্রী বীথি খাতুন (৩৩) ও মেয়ে মরিয়ম জান্নাত (০৪)। পবা থানার ওসি ফরিদ হোসেন বলেন, মান্নান মোটরসাইকেলে নওগাঁ থেকে রাজশাহীর দিকে এবং আক্তার অপর এক মোটরসাইকেলে তার স্ত্রী ও সন্তানকে নিয়ে রাজশাহী থেকে নওগাঁর দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে নওহাটায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন এবং রাজশাহী মেডিকেলে আরেকজন নিহত হয়েছেন। অপরদিকে শনিবার সন্ধ্যায় ¯œাতকোত্তর পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে মোহনগঞ্জ-খড়খড়ি সড়কের রামচন্দ্রপুর এলাকায় অপর এক সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। লালমনিরহাট : দুপুরে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের বড়বাড়ি ইউনিয়নের আইরখামার এলাকায় অটোবাইকের ধাক্কায় শাহার আলী (৫২) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। নড়াইল : নড়াইল-ফুলতলা সড়কের ধোপাখোলা মোড় এলাকায় সকালে ব্যাটারিচালিত ইঞ্জিন ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে শান্ত মন্ডল (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানের চারজন যাত্রী। মাগুরা : মাগুরা-যশোর সড়কের শেখপাড়া এলাকায় ভোরে ট্রাক ও যাত্রীবাহী পরিবহনের সংঘর্ষে আবু হানিফ (৬০) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ছয়জন। টাঙ্গাইল : ঘাটাইলে নামাজ শেষে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় বাদল মিয়া নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা