রাজশাহীর পবা উপজেলায় গতকাল দুই মোটরসাইকেলের সংঘর্ষের পর ট্রাক্টরের নিচে চাপা পড়ে স্বামী-স্ত্রী ও সন্তানসহ চারজনের মৃত্যু হয়েছে। একই দিন বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত এক সেনাসদস্য ও কলেজ ছাত্রসহ নিহত হয়েছেন আরও পাঁচজন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- রাজশাহী : গতকাল সকালে পবা উপজেলার নওহাটা এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষের পর ট্রাক্টর চাপায় নিহতরা হলেন- নওগাঁর মান্দা উপজেলার আবদুল মান্নান (৪৮) এবং নিয়ামতপুর উপজেলার চন্ডীপুরের আক্তার হোসেন (৪৫), তার স্ত্রী বীথি খাতুন (৩৩) ও মেয়ে মরিয়ম জান্নাত (০৪)। পবা থানার ওসি ফরিদ হোসেন বলেন, মান্নান মোটরসাইকেলে নওগাঁ থেকে রাজশাহীর দিকে এবং আক্তার অপর এক মোটরসাইকেলে তার স্ত্রী ও সন্তানকে নিয়ে রাজশাহী থেকে নওগাঁর দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে নওহাটায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন এবং রাজশাহী মেডিকেলে আরেকজন নিহত হয়েছেন। অপরদিকে শনিবার সন্ধ্যায় ¯œাতকোত্তর পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে মোহনগঞ্জ-খড়খড়ি সড়কের রামচন্দ্রপুর এলাকায় অপর এক সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। লালমনিরহাট : দুপুরে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের বড়বাড়ি ইউনিয়নের আইরখামার এলাকায় অটোবাইকের ধাক্কায় শাহার আলী (৫২) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। নড়াইল : নড়াইল-ফুলতলা সড়কের ধোপাখোলা মোড় এলাকায় সকালে ব্যাটারিচালিত ইঞ্জিন ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে শান্ত মন্ডল (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানের চারজন যাত্রী। মাগুরা : মাগুরা-যশোর সড়কের শেখপাড়া এলাকায় ভোরে ট্রাক ও যাত্রীবাহী পরিবহনের সংঘর্ষে আবু হানিফ (৬০) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ছয়জন। টাঙ্গাইল : ঘাটাইলে নামাজ শেষে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় বাদল মিয়া নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিরোনাম
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
- লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
পবায় স্বামী-স্ত্রী-সন্তানসহ চারজন নিহত
পাঁচ জেলায় ৯ প্রাণহানি
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর