রাজশাহীর পবা উপজেলায় গতকাল দুই মোটরসাইকেলের সংঘর্ষের পর ট্রাক্টরের নিচে চাপা পড়ে স্বামী-স্ত্রী ও সন্তানসহ চারজনের মৃত্যু হয়েছে। একই দিন বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত এক সেনাসদস্য ও কলেজ ছাত্রসহ নিহত হয়েছেন আরও পাঁচজন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- রাজশাহী : গতকাল সকালে পবা উপজেলার নওহাটা এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষের পর ট্রাক্টর চাপায় নিহতরা হলেন- নওগাঁর মান্দা উপজেলার আবদুল মান্নান (৪৮) এবং নিয়ামতপুর উপজেলার চন্ডীপুরের আক্তার হোসেন (৪৫), তার স্ত্রী বীথি খাতুন (৩৩) ও মেয়ে মরিয়ম জান্নাত (০৪)। পবা থানার ওসি ফরিদ হোসেন বলেন, মান্নান মোটরসাইকেলে নওগাঁ থেকে রাজশাহীর দিকে এবং আক্তার অপর এক মোটরসাইকেলে তার স্ত্রী ও সন্তানকে নিয়ে রাজশাহী থেকে নওগাঁর দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে নওহাটায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন এবং রাজশাহী মেডিকেলে আরেকজন নিহত হয়েছেন। অপরদিকে শনিবার সন্ধ্যায় ¯œাতকোত্তর পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে মোহনগঞ্জ-খড়খড়ি সড়কের রামচন্দ্রপুর এলাকায় অপর এক সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। লালমনিরহাট : দুপুরে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের বড়বাড়ি ইউনিয়নের আইরখামার এলাকায় অটোবাইকের ধাক্কায় শাহার আলী (৫২) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। নড়াইল : নড়াইল-ফুলতলা সড়কের ধোপাখোলা মোড় এলাকায় সকালে ব্যাটারিচালিত ইঞ্জিন ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে শান্ত মন্ডল (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানের চারজন যাত্রী। মাগুরা : মাগুরা-যশোর সড়কের শেখপাড়া এলাকায় ভোরে ট্রাক ও যাত্রীবাহী পরিবহনের সংঘর্ষে আবু হানিফ (৬০) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ছয়জন। টাঙ্গাইল : ঘাটাইলে নামাজ শেষে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় বাদল মিয়া নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
পবায় স্বামী-স্ত্রী-সন্তানসহ চারজন নিহত
পাঁচ জেলায় ৯ প্রাণহানি
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর