রাজশাহীর পবা উপজেলায় গতকাল দুই মোটরসাইকেলের সংঘর্ষের পর ট্রাক্টরের নিচে চাপা পড়ে স্বামী-স্ত্রী ও সন্তানসহ চারজনের মৃত্যু হয়েছে। একই দিন বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত এক সেনাসদস্য ও কলেজ ছাত্রসহ নিহত হয়েছেন আরও পাঁচজন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- রাজশাহী : গতকাল সকালে পবা উপজেলার নওহাটা এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষের পর ট্রাক্টর চাপায় নিহতরা হলেন- নওগাঁর মান্দা উপজেলার আবদুল মান্নান (৪৮) এবং নিয়ামতপুর উপজেলার চন্ডীপুরের আক্তার হোসেন (৪৫), তার স্ত্রী বীথি খাতুন (৩৩) ও মেয়ে মরিয়ম জান্নাত (০৪)। পবা থানার ওসি ফরিদ হোসেন বলেন, মান্নান মোটরসাইকেলে নওগাঁ থেকে রাজশাহীর দিকে এবং আক্তার অপর এক মোটরসাইকেলে তার স্ত্রী ও সন্তানকে নিয়ে রাজশাহী থেকে নওগাঁর দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে নওহাটায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন এবং রাজশাহী মেডিকেলে আরেকজন নিহত হয়েছেন। অপরদিকে শনিবার সন্ধ্যায় ¯œাতকোত্তর পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে মোহনগঞ্জ-খড়খড়ি সড়কের রামচন্দ্রপুর এলাকায় অপর এক সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। লালমনিরহাট : দুপুরে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের বড়বাড়ি ইউনিয়নের আইরখামার এলাকায় অটোবাইকের ধাক্কায় শাহার আলী (৫২) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। নড়াইল : নড়াইল-ফুলতলা সড়কের ধোপাখোলা মোড় এলাকায় সকালে ব্যাটারিচালিত ইঞ্জিন ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে শান্ত মন্ডল (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানের চারজন যাত্রী। মাগুরা : মাগুরা-যশোর সড়কের শেখপাড়া এলাকায় ভোরে ট্রাক ও যাত্রীবাহী পরিবহনের সংঘর্ষে আবু হানিফ (৬০) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ছয়জন। টাঙ্গাইল : ঘাটাইলে নামাজ শেষে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় বাদল মিয়া নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিরোনাম
- গৃহশিক্ষকসহ স্কুলছাত্রকে এসিড নিক্ষেপ: দুই যুবকের যাবজ্জীবন
- ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- নির্বাচন ছাড়া সংস্কার বাস্তবায়ন হবে না : জোনায়েদ সাকি
- সুন্দরবনে আগ্নেয়াস্ত্রসহ বনদস্যু বাহিনীর প্রধান আটক
- বগুড়ায় পৌর কর্মচারীদের মানববন্ধন
- ইরাকে তেলের খনিতে অগ্নিকাণ্ডে নিহত ২
- বাউবির এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.৩৪ শতাংশ
- ইলিশ নিয়ে তীরে ফিরছেন জেলেরা
- বিস্ফোরক মামলায় মির্জা ফখরুলসহ ১৬৩ জনকে অব্যাহতি
- সাজিদ হত্যার ১০০ দিন: প্রতীকী কফিন মিছিলে ইবি শিক্ষার্থীদের প্রতিবাদ
- ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
- দুর্নীতি নির্মূল নয়, কমানো সম্ভব : দুদক চেয়ারম্যান
- ২০ শতক জমির লাউগাছ কেটে দিল দুর্বৃত্তরা, কান্নায় ভেঙে পড়েছেন কৃষক
- মালয়েশিয়ায় বিমানবন্দরে নেমেই যেভাবে সবাইকে মুগ্ধ করলেন ট্রাম্প
- পাহাড়ে সম্ভাবনার দুয়ার খুলছে মিষ্টি লেবু
- উদ্ভাবন ও নেতৃত্বে তরুণদের এগিয়ে আসতে হবে : শিক্ষা উপদেষ্টা
- মঙ্গলবার ভারতে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’
- ওপেনিংয়ে আগুন, চার দিনেই ঠান্ডা ‘থামা’
- সীমাহীন পাল্লার পরমাণু মিসাইলের সফল পরীক্ষা চালানোর দাবি রাশিয়ার
- জাতীয় ঐক্য নষ্ট হলে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন হবে : সালাহউদ্দিন
পবায় স্বামী-স্ত্রী-সন্তানসহ চারজন নিহত
পাঁচ জেলায় ৯ প্রাণহানি
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর