রাজশাহীর পবা উপজেলায় গতকাল দুই মোটরসাইকেলের সংঘর্ষের পর ট্রাক্টরের নিচে চাপা পড়ে স্বামী-স্ত্রী ও সন্তানসহ চারজনের মৃত্যু হয়েছে। একই দিন বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত এক সেনাসদস্য ও কলেজ ছাত্রসহ নিহত হয়েছেন আরও পাঁচজন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- রাজশাহী : গতকাল সকালে পবা উপজেলার নওহাটা এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষের পর ট্রাক্টর চাপায় নিহতরা হলেন- নওগাঁর মান্দা উপজেলার আবদুল মান্নান (৪৮) এবং নিয়ামতপুর উপজেলার চন্ডীপুরের আক্তার হোসেন (৪৫), তার স্ত্রী বীথি খাতুন (৩৩) ও মেয়ে মরিয়ম জান্নাত (০৪)। পবা থানার ওসি ফরিদ হোসেন বলেন, মান্নান মোটরসাইকেলে নওগাঁ থেকে রাজশাহীর দিকে এবং আক্তার অপর এক মোটরসাইকেলে তার স্ত্রী ও সন্তানকে নিয়ে রাজশাহী থেকে নওগাঁর দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে নওহাটায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন এবং রাজশাহী মেডিকেলে আরেকজন নিহত হয়েছেন। অপরদিকে শনিবার সন্ধ্যায় ¯œাতকোত্তর পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে মোহনগঞ্জ-খড়খড়ি সড়কের রামচন্দ্রপুর এলাকায় অপর এক সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। লালমনিরহাট : দুপুরে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের বড়বাড়ি ইউনিয়নের আইরখামার এলাকায় অটোবাইকের ধাক্কায় শাহার আলী (৫২) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। নড়াইল : নড়াইল-ফুলতলা সড়কের ধোপাখোলা মোড় এলাকায় সকালে ব্যাটারিচালিত ইঞ্জিন ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে শান্ত মন্ডল (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানের চারজন যাত্রী। মাগুরা : মাগুরা-যশোর সড়কের শেখপাড়া এলাকায় ভোরে ট্রাক ও যাত্রীবাহী পরিবহনের সংঘর্ষে আবু হানিফ (৬০) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ছয়জন। টাঙ্গাইল : ঘাটাইলে নামাজ শেষে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় বাদল মিয়া নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
পবায় স্বামী-স্ত্রী-সন্তানসহ চারজন নিহত
পাঁচ জেলায় ৯ প্রাণহানি
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর