নীলফামারী ও দিনাজপুরে কালবৈশাখীর ঝড়ে সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছপালা ভেঙে পড়েছে। নীলফামারী প্রতিনিধি জানান, বুধবার রাত ১০টার দিকে বাতাসের সঙ্গে বৃষ্টি শুরু হয়। এরপর প্রবল বেগে ঝড় শুরু হলে কাঁচা ঘরবাড়ি ও গাছপালা ভেঙে পড়ে। মাঠে থাকা পাকা ধান, ভুট্টা, মরিচ ক্ষতিগ্রস্ত হয়। অন্তত ২০ স্থানে বিদ্যুতের তারে গাছ ভেঙে ও উপড়ে পড়ে। বিদ্যুৎ বিভাগ গাছ সরিয়ে ও ছেঁড়া তার মেরামত করে গতকাল ভোর ৬টা থেকে পর্যায়ক্রমে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। নীলফামারী সদরের ইউএনও জেসমিন নাহার বলেন, ঝড়ে বিভিন্ন স্থানে আনুমানিক ৫০০ কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি ভেঙে পড়েছে। অসংখ্য গাছপালা উপড়ে ও ভেঙে পড়ে। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে। এদিকে দিনাজপুর প্রতিনিধি জানান, ঝড়ো হাওয়ায় খানসামার আংগারপাড়া ইউনিয়নের সুবর্ণখুলী ওকড়াবাড়ী এলাকায় শতাধিক, ভেড়ভেড়ী ইউনিয়নের বালাডাঙ্গী, চকরামপুর, হোসেনপুর, চকসাকোয়া, সরহদ্দ, ভেড়ভেড়ী, টংগুয়া মাদারপীর গ্রামের তিন শতাধিক ও আলোকঝাড়ি ইউনিয়নের শতাধিক বাড়ি লণ্ডভণ্ড হয়। ঝড় ও শিলাবৃষ্টিতে মৌসুমি ফল আম, লিচু, কলা, ভুট্টা, ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রবল বাতাসে উড়ে গেছে ঘরের চালা। নষ্ট হয়েছে ঘরে রক্ষিত খাদ্যসামগ্রী। অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। বিদ্যুৎ সঞ্চালনের তার ছিঁড়ে বিচ্ছিন্ন রয়েছে সংযোগ। রাস্তায় গাছ পড়ে বন্ধ আছে যান চলাচল। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বসবাস করছে খোলা আকাশের নিচে। বোরো ধানের ক্ষতি হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। ঝড়ে খামারপাড়া ইউনিয়নের ডাঙাপাড়া পাঁচপীর ফাজিল মাদরাসার শ্রেণিকক্ষও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হননি। খানসামা উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায় জানান, ঝড়ে আক্রান্ত ফসলের মধ্যে বোরো ধান ৪৫, পাট ২৫, সবজি ১০, আম ২৫, লিচু ৩৫ হেক্টর। এ ছাড়া ফসলের ক্ষতির পরিমাণ নির্ধারণে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কাজ করছেন।
শিরোনাম
- গরমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আম
- গরমে প্রতিদিন তিল খেলে মিলবে যে উপকার
- কলাপাড়ায় খাল দখলমুক্ত করতে মাঠে নামলো প্রশাসন
- স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার
- রামপুরায় রিকশাচালকের রহস্যজনক মৃত্যু
- আওয়ামী লীগের সাবেক এমপিসহ রাজধানীতে গ্রেপ্তার ৭
- গরমে শরীর ঠাণ্ডা রাখবে যে খাবার
- হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে করণীয়
- টেস্ট অবসর নিয়ে অনড় কোহলি, চাপে বিসিসিআই
- আওয়ামী লীগ নিষিদ্ধকরণ প্রক্রিয়া যেন দ্রুত হয়: এ্যানি
- তীব্র গরমে অতিষ্ঠ বেনাপোলের জনজীবন
- নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় খুশি ছাত্র-জনতা’
- শ্রীলঙ্কায় তীর্থযাত্রীদের বাস খাদে, নিহত ২১
- ২৫ মে পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিকদের কর্মবিরতি
- অভয়নগরে বসুন্ধরা শুভসংঘের ফ্রি মেডিক্যাল ক্যাম্প
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া দেশের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত’
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল
- গরমে শরীরচর্চায় খেয়াল রাখবেন যেসব বিষয়
- শ্রীপুরে ছুরিকাঘাতে আহতে যুবকের মৃত্যু, তিন বাড়িতে আগুন